X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাকড, তারেককে নিয়ে দেওয়া পোস্ট ডিলিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১৪:১২আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৫:৪০

মঙ্গলবার পোস্ট করা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ট্যাটাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফেসবুক পেজ হ্যাকড হয়েছে বলে তিনি দাবি করেছেন। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে তিনি একটি পোস্ট দেন। এতে তিনি লিখেছেন, ‘আমার ফেসবুকের ওপর অনেক অত্যাচার হয়েছে সারারাত। হ্যাকিং। পোস্ট উধাও। বুঝতেই পারছেন এই বিনিয়োগ কারা করেছে।’

প্রতিমন্ত্রী সোমবার (২৩ এপ্রিল) তার অ্যাকাউন্ট থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্টের ফটোকপি এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরে তার জমা দেওয়া আবেদনের কপি পোস্ট করেন। মঙ্গলবার সকালে সেই পোস্ট আর দেখা যায়নি।

সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে শাহরিয়ার আলম বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন। তিনি পাসপোর্ট জমা দিয়েছেন।’ এরপর থেকে চলছে যুক্তি-পাল্টা যুক্তি।

মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে অদ্ভুত, যুক্তিহীন ও বেআইনি মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে চিঠিটি দেখিয়েছেন সেই চিঠিতে ১৩টি মেজর ভুল পাওয়া গেছে। ব্রিটিশ সরকারের পক্ষে এটা করা অস্বাভাবিক।’

এদিকে সোমবার লন্ডনে পলাতক তারেক রহমান প্রতিমন্ত্রী শাহরিয়ারকে আইনি নোটিশও পাঠান। ওই নোটিশে প্রতিমন্ত্রীর বক্তব্য মিথ্যা, বানোয়াট বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সোমবার বিকালে গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করে শাহরিয়ার আলম বলেন, তারেক রহমান নিজে এবং তার স্ত্রী-মেয়ের পাসপোর্ট যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। সেখান থেকে ওই পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে। পাসপোর্টগুলো এখন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আছে।

/ইউআই/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা