X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

৩২ শতাংশ কেন্দ্রে সহিংসতা হলেও ফলাফলে প্রভাব পড়েনি: ইডব্লিউজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৮, ১৪:৪২আপডেট : ১৬ মে ২০১৮, ১৪:৫৩

ইডব্লিউজি'র সংবাদ সম্মেলনখুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ৩২ শতাংশ কেন্দ্রে সহিংসতার প্রমাণ পাওয়া গেলেও তা নির্বাচনের ফলাফলে কোনও প্রভাব ফেলেনি। এমনটাই জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক দল ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)’ ।  বুধবার (১৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে কেসিসি নির্বাচন পর্যবেক্ষণের এ প্রতিবেদন তুলে ধরেন ইডব্লিউজি’র পরিচালক ড. আব্দুল আলীম।

এতে বলা হয়, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার পর ৩২ শতাংশ কেন্দ্রে সহিংসতা পর্যবেক্ষণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারা, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে সহিংসতা, কেন্দ্রে অননুমোদিত ব্যক্তির উপস্থিতি এবং ভোটারকে ভোটদানে বাধা দান। এর মধ্যে কেন্দ্রের বাইরে সহিংসতা ১২টি, ভেতরে সহিংসতা চারটি, ভোটদানে বাধা দান ১৮টি, পর্যবেক্ষককে কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার ঘটনা চারটি, কেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনি প্রচারণার ঘটনা ১০টি, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ প্রার্থীর পক্ষে অবস্থানের ঘটনা চারটি ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর সময় কেন্দ্রগুলোয় ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। এর মধ্যে ৩৭ শতাংশ কেন্দ্রের লাইনে ১-২০ জন ভোটার লাইনে দাঁড়িয়ে ছিল। ২৭ শতাংশ কেন্দ্রে ২১-৪০ জন ভোটার এবং ৩৪ শতাংশ কেন্দ্রে ৪০ জনের বেশি ভোটার লাইনে দাঁড়িয়ে ছিল। ভোটগ্রহণ শুরুর সময় ৯৯.৩ শতাংশ ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট এবং ৮৮.৮ শতাংশ কেন্দ্রে বিএনপি মেয়র প্রার্থীর এজেন্টদের উপস্থিতি দেখা গেছে। ইডব্লিউজি’র পর্যবেক্ষণ অনুযায়ী ভোটদানের হার ৬৪.৮ শতাংশ।

নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে দাবি করে আব্দুল আলীম বলেন, ‘যে কয়টি ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা। ঘটনার মাত্রা বড় ছিল না। ছোট ছোট ঘটনা নির্বাচনের ফলে কোনও প্রভাব ফেলতে পারেনি। তবে রংপুরের নির্বাচন ছিল এ যাবৎ কালের সেরা নির্বাচন। তার থেকে কেসিসি নির্বাচন অনেক পিছিয়ে আছে।’  

ইডব্লিউজি’র সদস্য এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘খুলনার নির্বাচন জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। জাল ভোটের ক্ষেত্রে ইসি’র জিরো টলারেন্স নীতি ছিল বলেই তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।’

 

 

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ