X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

স্কুল শিক্ষার্থীদের ফুটবল প্রশিক্ষণ দেবে ব্রাজিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ১৮:৫৩আপডেট : ২১ জুন ২০১৮, ১৯:৩৭

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত

বাংলাদেশে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের ফুটবল প্রশিক্ষণ দেবে ব্রাজিল। এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বৃহস্পতিবার (২০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার (২১ জুন) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা। এ সময় তিনি বাংলাদেশের স্কুল শিক্ষার্থীদের ফুটবল প্রশিক্ষণ দিতে রাজি হন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে ফুটবলের উন্নয়নে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে ব্রাজিল। মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য কর্মকর্তা ব্রাজিল সফর করে এসেছেন। সেখানে কথাবার্তা হয়েছে। সেটারই ধারাবাহিকতায় রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এসেছিলেন। তার সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের (ব্রাজিল) সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা চীনে যেভাবে সোশ্যাল প্রোগ্রামের আওতায় প্রাইমারি লেভেল থেকে শুরু করে স্কুল লেভেলে ফুটবলের প্রশিক্ষণ ও সহযোগিতায় কাজ করছে, সেভাবে বাংলাদেশ সরকারের সঙ্গেও কাজ করতে চায়। ইতোপূর্বে এ নিয়ে আলোচনা হয়েছে, আজকেও হলো।’
বিকেএসপি ভিজিটের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে বীরেন শিকদার বলেন, ‘ফুটবলে বাংলাদেশ যাতে আরও এগিয়ে যেতে পারে, সেজন্য তারা কোচ দিতে এবং আমাদের কোচদের ট্রেনিং দিতেও রাজি হয়েছে। আমাদের সহযোগিতা দিতে তারা নীতিগতভাবে রাজি হয়েছে।’
বীরেন শিকদার জানান, প্রাইমারি লেভেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমাদের অনূর্ধ্ব-১২ বছর বয়সী ছেলেমেয়েদের অনেক উন্নতি হয়েছে। কিন্তু ১২ বছরের পর আর এই ধারাবাহিকতা থাকে না। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য একটি ফুটবল টুর্নামেন্ট আমরা চালু করবো।’
বীরেন শিকদার আরও জানান, ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ এই চার বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার দিতে ক্রীড়াবিদদের তালিকা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে। আগে কয়েক টার্মে এই পুরস্কারটা দেওয়া হয়নি। এজন্য জট সৃষ্টি হয়েছে। এই জট নিরসন করে আমরা এটাকে আপডেট অবস্থায় রেখে যেতে চাই।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?