X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সন্ত্রাস মোকাবিলায় আঞ্চলিক পর্যায়ের আলোচনাকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ-ভারত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জুলাই ২০১৮, ১৯:৪৩আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৯:৪৭

সন্ত্রাস মোকাবিলায় আঞ্চলিক পর্যায়ের আলোচনাকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ-ভারত সন্ত্রাসবাদ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক পর্যায়ে আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বরাবরই আলোচনার মাধ্যমে এই অঞ্চলের সব সমস্যার সমাধান করতে চায়।’ তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকলে সন্ত্রাস মোকাবিলা করা সম্ভব। তবে এই অঞ্চলের কোনও কোনও দেশের কারণে তা সম্ভব হচ্ছে না।’
শনিবার (১৪ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান ঢাকায় সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এ সময় তাদের মধ্যে সন্ত্রাস মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তার ভাষ্য, ‘বাংলাদেশ নিজের ভূখণ্ডকে ব্যবহার করে কখনও কোনোভাবেই কোনও সন্ত্রাসী বা সন্ত্রাসবাদী গোষ্ঠীকে প্রতিবেশী দেশের বিরুদ্ধে কার্যকলাপ পরিচালনা করতে দেবে না। বাংলাদেশের মাটি থেকে ভারতসহ কোনও প্রতিবেশী দেশের বিরুদ্ধে কোনও সন্ত্রাসী ও উগ্রবাদী কার্যক্রম চালাতে পারবে না কেউ।’
গত মে মাসে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক ফলপ্রসূ হয়। তার ভাষ্য, ‘ভারতের সঙ্গে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তিসহ বিভিন্ন চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়েছে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন রাজনাথ সিং। তার কথায়, ‘৭ দশমিক ৭৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভবত বিশ্বে সর্বোচ্চ ও দ্রুতবর্ধনশীল জিডিপি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সুসম্পর্ক বিদ্যমান রয়েছে।’

এ সময় ছিলেন বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মুখ্যসচিব মো.নজিবুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দীন আহম্মদ চৌধুরী, পুলিশের আইজিপি ড.মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি বর্ডার ম্যানেজমেন্ট ব্রজরাজ শর্মা ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।
সূত্র: বাসস

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?