X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়তে পারে: মন্ত্রিপরিষদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৮, ১৯:০৯আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৯:১১

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম (ফাইল ফটো) সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়তে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ‘এ বিষয়ে আলোচনা চলছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়তে পারে।’ সোমবার (২০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা পারস্পরিক আলোচনা করছি। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২।’
এদিকে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন পাওয়া সরকারি চাকরি আইন-২০১৮ সম্পর্কে সচিব বলেন, ‘চার্জশিট গ্রহণের আগে ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনও সরকারি কর্মচারীকে গ্রেফতারের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার বিধান রাখা হয়েছে।’
তিনি জানান, সংবিধানে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য আইন প্রণয়নের বাধ্যবাধকতা ছিল। এ সংক্রান্ত ৬টি আইন একত্রিত করে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা ৫৯ বছর বহাল রয়েছে। একইভাবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এ সীমা ৬০ বছর। আইনে বলা হয়েছে, ২৫ বছরে যেকোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় অবসর নিতে পারেন। একইভাবে সরকার চাইলেও যে কাউকে ২৫ বছর পূর্ণ হলে অবসর দিতে পারবেন ‘
উল্লেখ্য, ২০১৫ বছরের ১৩ জুলাই ‘সরকারি কর্মচারী আইন-২০১৫’ এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে ২০১৬ সালের ২৪ নভেম্বর আইনের খসড়াটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হলে তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়।

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?