X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে এসএমএস করে কোরবানির গরু পেলো হিজড়া সম্প্রদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৮, ২০:৫১আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২১:০৪





প্রধানমন্ত্রীর দেওয়া কোরবানির গরু পেলো হিজড়া সম্প্রদায় প্রধানমন্ত্রীকে এসএমএস করে লাখ টাকার কোরবানির গরু পেলো জামালপুরের হিজড়া সম্প্রদায়। জামালপুর জেলা সদরের হিজড়াপল্লিতে বসবাসকারী তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরবানির জন্য লাখ টাকা দামের গরু উপহার দিয়েছেন।

প্রধানমন্ত্রীর পক্ষে জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীর সোমবার (২০ আগস্ট) সকালে তাদের কাছে গরুটি হস্তান্তর করেন। সোমবার সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মোবাইল ফোনে একটি এসএমএস পান। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে পাঠানো ওই সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, তার নাম ময়ূরী, তিনি হিজড়া সম্প্রদায়ের একজন। এসএমএসের মাধ্যমে কোরবানি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি গরু চান তিনি।
জানা গেছে, এসএমএস দেখার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন ময়ূরীর ফোন নম্বরে যোগাযোগ করে একটি কোরবানির গরু পাঠিয়ে দেওয়ার জন্য। এরপর একান্ত সচিব ওই নম্বরে ফোন করে জানতে পারেন, ময়ূরী জামালপুর সদরে হিজড়াপল্লিতে থাকেন। সেখানে তার মতো আরও ৮৭ জন হিজড়া বসবাস করেন। একান্ত সচিব তাৎক্ষণিক জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন। জেলা প্রশাসক সোমবার দুপুরে হিজড়া সম্প্রদায়ের কাছে একলাখ টাকার একটি গরু এবং আনুষঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সকালে হিজড়া সম্প্রদায়ের একজনের এসএমএস পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে একটি কোরবানির গরু দেওয়ার নির্দেশ দেন।’
এ বিষয়ে জেলা প্রশাসক আহমেদ কবীর বাংলা ট্রিবিউনকে জানান, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে তাঁর পক্ষ থেকে সোমবার হিজড়া সম্প্রদায়ের হাতে কোরবানির একটি গরু হস্তান্তর করেছেন। গরুটির দাম একলাখ টাকা বলেও জানান জেলা প্রশাসক।

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি