X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চিত্রগ্রাহক নিয়োগের জন্য বিধিমালা সংশোধন

এস এম আববাস
২০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৫

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের বিদ্যমান নিয়োগ বিধি অনুযায়ী সরাসরি নিয়োগের জন্য চিত্রগ্রাহকের দুটি পদে যোগ্য লোক না পাওয়ায় ১৯৯৬ সালের কর্মকর্তা ও কর্মচারী (জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট) নিয়োগ বিধিমালা-১৯৯৬, সংশোধন করা হচ্ছে।

সম্প্রতি নিয়োগ বিধিমালাটির সংশোধন প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব এন এম জিয়াউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গণমাধ্যম ইনস্টিটিউট বিধিমালা সংশোধন প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে।’

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের বিদ্যমান নিয়োগ বিধিতে সরাসরি নিয়োগযোগ্য চিত্রগ্রাহকের দুটি পদে নিয়োগের জন্য কয়েকবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ে অনুরোধ জানানো হয়। পিএসপি দুই বার বিজ্ঞপ্তি প্রকাশ করেও কোনও যোগ্য প্রার্থী পায়নি। পরে বিদ্যমান নিয়োগ বিধির শর্ত পরিবর্তন বা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্যোগ নেয় মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগবিধি পরীক্ষণ সংক্রান্ত্র উপ-কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আইনটি সংশোধনের। উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি তথ্য মন্ত্রণালয় প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উত্থাপনের জন্য কর্মকর্তা ও কর্মচারী জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নিয়োগ বিধিমালা-১৯৯৬, সংশোধনের জন্য প্রস্তাব পাঠায়। গত ১৬ সেপ্টেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সংশোধন প্রস্তাবের অনুমোদন দেয়।

প্রস্তাবের সার সংক্ষেপে বলা হয়, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের বিদ্যমান নিয়োগবিধিতে সরাসরি নিয়োগযোগ্য চিত্রগ্রাহক (চলচ্চিত্র/ইলেট্রনিক) এর দুটি পদে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় পর পর দুইবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কোনও যোগ্য প্রার্থী না পাওয়ায় কোনও প্রার্থীকে সুপারিশ করতে পারেনি। এ প্রেক্ষিতে এ দুটি পদের বিদ্যমান নিয়োগবিধির শর্ত পরিবর্তন/সংশোধন করার পরামর্শ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরামর্শে মন্ত্রণালয় বৈঠক করে নিয়োগবিধি সংশোধনের উদ্যোগ নেয়। বৈঠকের সিদ্ধান্তে নিয়োগবিধি সংশোধন প্রস্তাবে বলা হয়, চিত্রগ্রাহক পদ পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য, তবে পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণযোগ্য। পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা উপ-সহকারী প্রকৌশলী (টেলিভিশন) ও উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ) পদে সাত বছরের অভিজ্ঞতাসহ কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্যমেরা পরিচালনায় সনদপ্রাপ্ত হতে হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা তড়িৎ, ইলেকট্রনিক কম্পিউটার প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা পদার্থ বিজ্ঞান (ইলেট্রনিক বিষয়সহ) অথবা ফলিত পদার্থ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিদ্যমান নিয়োগ বিধিতে সরাসরি নিয়োগের শর্তে বলা আছে, পদার্থ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ ক্যামেরা পরিচালনা বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এই শর্ত শিথিল করে প্রস্তাব করা হয়েছে পদার্থদ্যিাসহ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাকক ডিগ্রিসহ কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফটোগ্রাফিতে সনদপ্রাপ্ত হতে হবে।

 

/এসএমএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ