X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কর্মবিরতিতে বিমানের ক্যাজুয়াল শ্রমিকরা, বিমানবন্দরে শিডিউল বিপর্যয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৮

বাংলাদেশ বিমানের অস্থায়ী শ্রমিকরা কর্মবিরতিতে চাকরি স্থায়ী করার দাবিতে রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে কর্মবিরতি পালন করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাজুয়াল (অস্থায়ী) শ্রমিকরা। সকাল থেকেই তারা বিমানবন্দরের কাছেই বিমান শ্রমিক লীগের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে। তারা বিমানের প্রধান কার্যালয় ঘেরাও করবে বলে জানা গেছে। বিগত পরিচালনা পর্ষদ সভায় চাকির স্থায়ী হওয়ার নিশ্চয়তা না পেয়ে  আন্দোলনে নেমেছেন ক্যাজুয়াল শ্রমিকরা। এদিকে শ্রমিকদের কর্মবিরতির ফলে হযরত শাহজালার বিমানবন্দরে শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে। 

কর্মসূচি প্রসঙ্গে অস্থায়ী শ্রমিকদের নেতা মোহাম্মদ হানিফ  বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো। দাবি  আদায়ের লক্ষ্যে বলাকা ভবন ঘেরাও করবো। ন্যায্য দাবি আদায়ের কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো।’

বাংলাদেশ বিমানের অস্থায়ী শ্রমিকরা কর্মবিরতিতে ক্যাজুয়াল শ্রমিকদের বেশিরভাগ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন দায়িত্ব পালন করেন।  দাবি আদায়ের জন্য  কর্মসূচিতে সব অস্থায়ী (পে গ্রুপ ১) শ্রমিকরা বিমানবন্দরের কর্মবিরতি দিয়ে বলাকা ভবনে উপস্থিত থাকবেন। ঘেরাও কর্মসূচির পালনের জন্য  ব্যানার ও ফেস্টুনও তৈরি করা হয়েছে। ক্যাজুয়াল শ্রমিকদের আান্দোলনে অংশ নিতে আহ্বানও জানানো হচ্ছে।

বাংলাদেশ বিমানের অস্থায়ী শ্রমিকরা কর্মবিরতিতে

বিমানের ক্যাজুয়াল শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী বিজি-০৮৪ ফ্লাইটটি সকাল ৮টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও, সেটি সকাল ৯টা ৪ মিনিটের দিকে ছেড়ে যায়। ইউএস বাংলা এয়ারলাইন্সের কুয়ালালামপুরগামী বিএস-৩১৫ ফ্লাইটটি সকাল ৮টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে যায় ৯টা ১০ মিনিটে।

এয়ার এরাবিয়ার শারজাহগামী জি-৯৫১৮ ফ্লাইটটি সকাল ৯টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় সকাল ১০টার দিকে। এমিরেটসের দুবাইগামী ইকে-৫৮৩ ফ্লাইটটি ১০টা ১৫ মিনিটে ছাড়ার করা থাকলেও ১১টা ৩২ মিনিটে ছেড়ে যায়। এছাড়াও অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইটগুলো নির্ধারিত সময় ছাড়তে পারছে না।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল ঠিক রাখতে সিভিল এভিয়েশন নিজস্ব জনবল দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে হযরত শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানের লোকজন কর্মবিরতি পালন করায় আমরা সিভিল এভিয়েশনের লোকবল দ্বারা কাজ চালিয়ে যাচ্ছি। আনসার, এভসেক সদস্যদের দিয়ে ফ্লাইটে কাজ করানো হচ্ছে, যাতে যাত্রীদের দুর্ভোগে পড়তে না হয়। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস দেয়। বেশিরভাগ ক্যাজুয়াল শ্রমিক গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসে কাজ করে। তারা কর্মবিরতি দিয়ে আন্দোলনে যোগ দেওয়ায় এই শিডিউল বিপর্যয় ঘটেছে। বিমানবন্দরের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ১৮ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সভায় বিমানের ৭০০ ক্যাজুয়াল পে গ্রুপ (৩১) ও (৩২) তৃতীয় শ্রেণির কর্মকর্তা চাকরি স্থায়ীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ক্যাজুয়াল শ্রমিকদের (পে-গ্রুপ ১) ১৮০০ জনের চাকরি স্থায়ী করার কোনও সিদ্ধান্ত হয়নি। এরপর ক্যাজুয়াল শ্রমিকরা  ২৪ সেপ্টেম্বর বিমান ক্যাজুয়াল শ্রমিকরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন।

/সিএ/এআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার সায়েন্স ল্যাবে লা রিভের ফ্ল্যাগশিপ স্টোর চালু
ঢাকার সায়েন্স ল্যাবে লা রিভের ফ্ল্যাগশিপ স্টোর চালু
নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছে: শারমীন এস মুরশিদ
নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছে: শারমীন এস মুরশিদ
এবার পুলিশ সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা
এবার পুলিশ সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা
আফঈদা-ঋতুপর্ণাদের অভিনন্দন জানালেন তাসকিন
আফঈদা-ঋতুপর্ণাদের অভিনন্দন জানালেন তাসকিন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’