X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ২০:৩৬আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২০:৫৫

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ২০ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ২০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্যের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমগীর এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সোহেল হায়দার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
অসুস্থ, অসচ্ছল ও আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়মিতভাবে ভাতা বা অনুদান দেওয়ার জন্য ২০১৪ সালের পহেলা জুলাই ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪’ পাস হয়।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে দুস্থ সাংবাদিকদের সহায়তা প্রদানের এক অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ২০ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন।  এ সময় সংবাদমাধ্যম মালিকদের কল্যাণ ট্রাস্টে অনুদান দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
 ২০১৪ সালে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল পাস হওয়ার পর প্রধানমন্ত্রী এই তহবিলে প্রথম পাঁচ কোটি টাকা অনুদান দেন। এরপর পত্রিকা ও টেলিভিশন মালিকদের এই ফান্ডে অনুদান দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। ২০১৬ সালের ২৫ অক্টোবর মাছরাঙা টেলিভিশনের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য প্রধানমন্ত্রীর হাতে ৩ কোটি টাকার চেক তুলে দেন। এরপর একই বছরের ৭ নভেম্বর এই ফান্ডে ৪ কোটি টাকার আরেকটি অনুদান দেয় ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেড। প্রধানমন্ত্রী এর আগে জানিয়েছেন, এই ফান্ডে ১৪ কোটি টাকা জমা হয়েছে। আজকের অনুদানসহ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের মোট তহবিল হলো ৩৪ কোটি টাকা। অবশ্য, এই তহবিল থেকে দুস্থ, অসুস্থ, অসচ্ছল ও আহত সাংবাদিক এবং নিহত বা প্রয়াত সাংবাদিকদের পরিবারকে নিয়মিতভাবে অনুদান প্রদান করে আসছেন প্রধানমন্ত্রী।   


/এমএইচবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ