X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে বিশেষ শুনানি বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ২০:৩৪আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২০:৫০



রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিশেষ শুনানি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২৫ অক্টোবর)। রবিবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রিন্সিপাল ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস জি ওয়েলসের এক বৈঠকে এই তথ্য জানানো হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চেয়ার। সেই হিসেবে আমরা তাদের কাছে রোহিঙ্গা ইস্যুতে একটি স্পেশাল ডিবেট অনুষ্ঠানের জন্য বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে, একটি স্পেশাল হিয়ারিং হবে। পসিবলি ২৫ অব দিস মান্থ। এটি নিয়ে আলাপ হয়েছে।’ তিনি বলেন, ‘এলিস কক্সবাজার সফর করবেন। তিনি আমার সঙ্গে বৈঠকে জানতে চেয়েছেন বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী আশা করে।’
পররাষ্ট্র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখেন এবং তখন সেখানে তিনি বাংলাদেশের আশাবাদের বিষয়ে কথা বলেছেন।’ তিনি বলেন, ‘রোহিঙ্গারা যেন নিরাপদে এবং সম্মানজনকভাবে ফেরত যেতে পারে। সেখানে যেন ভালোভাবে থাকতে পারে, এটি আমরা চাই। দুই নম্বর হলো, যে অবিচার হয়েছে, সেটিকে একটি বিচারের আওতায় আনার দরকার।’
পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা প্রত্যাবাসন ও বিচার দুটি বিষয়ই সমান গুরুত্ব দিচ্ছি। কারণ তারা ফিরে না গেলে বিচার পাওয়া সম্ভব হবে না।’
বাংলাদেশে বসে বিচার পাওয়ার প্রক্রিয়া আরও জটিল হবে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, তারা নিজের দেশে ফিরে গেলে তাদের অধিকার সম্পর্কে আলোচনা করাটা সঠিক হবে। তিনি জানান, মিয়ানমারের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি দল অক্টোবরের ২৮ থেকে ৩০ বাংলাদেশে থাকবে এবং তারা কক্সবাজার যাবে। আমরা মিয়ানমারকে বলেছি রোহিঙ্গারা রাখাইনে ফিরে গেলে তাদের অধিকার কী হবে এবং কীভাবে তাদের স্বাগত জানানো হবে, এই বিষয়গুলো যেন মিয়ানমারের অফিসিয়ালরা রোহিঙ্গাদের জানায়।

পররাষ্ট্র সচিব বলেন, ‘এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে তারা রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। তাদের সঙ্গে কথা বলবেন। আমরা আশা করি, এর ফলে প্রত্যাবাসন প্রক্রয়াটি দ্রুত ও ত্বরান্বিত হবে।’

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে