X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন, তাই ভয়: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৮, ১৯:০৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৪১

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব দলের অংশগ্রহণের পাশাপাশি একটি রাজনৈতিক সরকার রয়েছে। যে কারণে নির্বাচন বানচাল হওয়ার ভয়। সেই ভয়ের জন্য ভোটকেন্দ্র থেকে সাংবাদিকদের লাইভ টেলিকাস্ট ও মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আসতে পারে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের জন্য গাইড লাইন তৈরি করা হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য গাইড লাইন রয়েছে। তবে সাংবাদিকদের জন্য এখনও কোনও গাইড লাইন নেই। একটি গাইড লাইন তৈরি করা হবে। আপনারা ইতোমধ্যে জেনেছেন, সাংবাদিকরা ভোটকেন্দ্রে যেতে পারবেন, ছবি তুলতে পারবেন। তবে লাইভ টেলিকাস্ট করা যাবে না। ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। অন্যরা উৎসাহিত হতে পারে।’

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়া, লাইভ টেলিকাস্টে নিষেধাজ্ঞা কেন? সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি সচিব হেলালুদ্দীন বলেন, ‘ভয়টা হলো, নির্বাচন যাতে বানচাল না হয়। এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে। সব দল অংশ নিচ্ছে, একটি রাজনৈতিক সরকার রয়েছে। স্বাভাবিকভাবে সবকিছু মাথায় রেখেই আমাদের এগুলো চিন্তাভাবনা করতে হচ্ছে।’

প্রার্থীদের অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রশ্নে তিনি বলেন, ‘আমরা প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে আমলে নিচ্ছি। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানাচ্ছি।’

মিরপুরে ড. কামালের গাড়িবহরে হামলার বিষয়ে কী নির্দেশনা দেওয়া হয়েছে, জানতে চাইলে ইসি সচিক বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবহিত হইনি। কোনও লিখিত অভিযোগ পাইনি।’

/আরজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ