X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢামেকে লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে, স্বজনদের ভিড় অব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৫

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চকবাজারের আগুনে নিহতদের লাশ শনাক্তকরণ ও হস্তান্তর প্রক্রিয়া চলছে। গতকালের (বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি) মতো আজও (শুক্রবার, ২২ ফেব্রুয়ারি) ঢামেকে নিহতদের স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে। লাশ শনাক্ত করতে স্বজনদের অনেকে ডিএনএ স্যাম্পল দিচ্ছেন।

শুক্রবার দুপুর পর্যন্ত ৪৬টি লাশ শনাক্ত ও হস্তান্তর করা হয়েছে। এখনও ২১ জনের লাশ রাজধানীর বিভিন্ন হাসপাতালের মর্গে রাখা আছে। স্বজনদের খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে এসব লাশ বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার শুধু টাঙ্গাইল জেলার মো. সোলায়মানের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এনিয়ে মোট মরদেহ হস্তান্তর করা হলো ৪৬ জনের। বাকি ২১ টি মরদেহ বিভিন্ন মর্গে রয়েছে। তাদের স্বজনদের ডিএনএ স্যাম্পল গ্রহণ করছে সিআইডি।’


ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও মরদেহের সঙ্গে নিয়ম অনুযায়ী ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, ‘২২টি মরদেহ বেশি পুড়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হচ্ছে। তাই সকাল ১১টা থেকে সিআইডির একটি দল ডিএনএ স্যাম্পল নেওয়া শুরু করেছে।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হিমাগারে রয়েছে তিনজনের মরদেহ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মর্গে পাঁচজনের, মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঁচজনের, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঁচজনের ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মর্গে তিনজনের মরদেহ রাখা আছে।

ঢাকা মেডিক্যাল মর্গ অফিসে অবস্থানরত চকবাজার থানার কনস্টেবল কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ বেলা ১২টা পর্যন্ত  আটজনের মরদেহ শনাক্ত করতে স্বজনের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া দিনব্যাপী চলমান থাকবে।’

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের ফিল্ড অফিসার শারমিন আক্তার বলেন, ‘এখনও কতজন মিসিং আছে তা আমরা বলতে পারছি না। দেখা যাচ্ছে স্বজনরা ফরম পূরণ করে মরদেহ বুঝে নিচ্ছেন। তাই ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে সব ফরম নিয়ে বসে সিদ্ধান্ত দিতে পারবো কতজন মিসিং আছে।’

উল্লেখ্য, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ১০ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় নিহত হয়েছেন ৭০ জন। আহত কমপক্ষে অর্ধশত ব্যক্তি। যারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/টিওয়াই/আইএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড