X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বায়ুদূষণে হেলথ অ্যালার্ট জারির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ১৭:৫৭আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৭:৫৯




বায়ুদূষণে হেলথ অ্যালার্ট জারির সুপারিশ

কোনও এলাকার বায়ুদূষণের মাত্রা ৩০০ এর ওপরে গেলে হেলথ অ্যালার্ট জারির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (৬ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বায়ুদূষণের মাত্রা ৩০০ এর বেশি হলে সেটা ‍বিপজ্জনক। এ ধরনের পরিস্থিতি হলে অনেক দেশেই হেলথ অ্যালার্ট জারি করা হয়। আমরা দেখেছি, ঢাকা ও নারায়ণগঞ্জ শহরে এই মাত্রা ৪০০ এর ওপরে উঠেছিল। এমাত্রা জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এটা হলে জনগোষ্ঠী কোনও না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে শিশুদের ওপর এর প্রভাব সব থেকে বেশি পড়ে। এ ধরনের পরিস্থিতি হলে অনেক দেশে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়। বায়ুদূষণের মাত্রা ৩০০ এর বেশি হলে স্বাস্থ্য মন্ত্রণালয় যেন হেলথ এমার্জেন্সি জারি করে, তার জন্য আমার এই সুপারিশ করেছি।’
তিনি আরও  বলেন, ‘বায়ুদূষণ রোধে আমরা স্বাস্থ্য, গণপূর্ত, এলজিআরডি, স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভার কথা বলেছি। বৈঠকে মন্ত্রীসহ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আমাদের সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করেননি।’

বাতাসে ভাসমান বস্তুকণার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম) পরিমাপ করা হয় প্রতি ঘনমিটারে মাইক্রোগ্রাম (পিপিএম-পার্টস পার মিলিয়ন) এককে। এসব বস্তুকণাকে ১০ মাইক্রোমিটার ও ২.৫ মাইক্রোমিটার ব্যাস শ্রেণিতে ভাগ করে তার পরিমাণের ভিত্তিতে ঝুঁকি নিরূপণ করেন গবেষকরা।

বাংলাদেশের সিটি করপোরেশন এলাকার ১১টি স্থানের বাতাসে ২.৫ মাইক্রোমিটার ব্যাস পর্যন্ত অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ নিয়মিত পরিমাপ করা হচ্ছে ‘সিএএসই’ প্রকল্পের মাধ্যমে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাতাসে প্রতি ঘনমিটারে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ যদি শূন্য থেকে ৫০ পিপিএম-এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়।

এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের এবং ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বলা হয়।

সিএএসই’র তথ্য অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের একিইউআই ছিল ৩৯৩, যা ‘চরম অস্বাস্থ্যকর’ হিসেবে বলা হয়েছে। ওইদিন ঢাকায় এই মান ছিল ১৯১। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বলা হয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জিওগ্রাফিকাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বন অধিদফতর বনের আওতাধীন সীমানা নির্ধারণসহ গত ৪ বছরে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় হালনাগাদ একটি প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, আসন্ন বাজেটে গ্রিন বাজেট প্রণয়নে এক হাজার ৩৯৮ কোটি ১৫ লাখ টাকা প্রস্তাবনা করা হয়েছে।

সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, জাফর আলম এবং রেজাউল করিম বাবলু অংশ নেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম