X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘ছাত্রলীগকে জিতিয়ে দিতেই আচরণবিধি লঙ্ঘন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৩:৫৭আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৪:০৯

ডাকসুর নির্বাচনে ভোটারদের লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে ছাত্রলীগ আচরণবিধি লঙ্ঘন করে দখলদারিত্ব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল, বাম ও স্বতন্ত্র জোট প্যানেলের প্রার্থীরা। সোমবার (১১ মার্চ) সকাল থেকে ভোট চলাকালে হলে হলে (ভোটকেন্দ্রের ভেতরেসহ) ছাত্রলীগ কর্মীদের অবস্থান, হলের সামনে দফায় দফায় মোটরসাইকেলের  মহড়া, ভোটারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা।

ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘ছাত্রলীগকে জিতিয়ে দিতে আচরণবিধি লঙ্ঘণ করে যা ইচ্ছে তাই করা হলেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।’

স্বতন্ত্র জোট প্যানেলের ভিপি প্রার্থী অরণী সেমন্তি খান বলেন, ‘দখলদারিত্ব দেখানোর চেষ্টা করা হচ্ছে, হলে সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।’

ছাত্রলীগের প্রার্থী সমর্থক ছাড়া অন্য ছাত্র সংগঠন ও জোটের প্রার্থীদের অভিযোগ— সকাল থেকে ছাত্রলীগের কর্মীরা হলের সামনে কয়েক দফা মোটরসাইকেলে করে মহড়া দেয়। ভোট শুরুর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা ভোটারদের প্রভাবিত করতে ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর মধ্যদিয়ে আচরণবিধি লঙ্ঘণ শুরু করে। ফুল দিয়ে বরণ করার বিষয়ে হোম ইকোনমিক্স কলেজের ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট কানিজ ফাতেমা সোনিয়া বলেন, ‘আমরা সকাল থেকে শাহবাগ মোড়ে ভোটারদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। আমরা শোভন-রাব্বানী-সাদ্দাম পরিষদের ভোট চাইছি ভোটারদের কাছে।’ 

মৈত্রী হল থেকে উদ্ধার হওয়া সিল দেওয়া ব্যালট সাধারণ ছাত্ররা জানান, রোকেয়া হলের ভোটকেন্দ্রেও ভোটারদের ফুল দেওয়া হয়েছে। যদিও ব্যালট স্লিপ ছাড়া ভোটারদের অন্যকিছু দেওয়া নির্বাচনিবিধির লঙ্ঘন। সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর আগে এবং ভোট চলাকালে ছাত্রলীগের প্রার্থী ও সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করছেন। ভোটের লাইনে ঢুকে হুমকি দেওয়া হচ্ছে, ‘ছাত্রলীগকে ভোট না দিলে খবর আছে’ বলেও হুমকি দেওয়া হয়।

ডাকসু নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সভাপতি সঞ্জিব চন্দ্র দাস বলেন, ‘কোথাও আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা আমার জানা নেই।’ 

তবে ছাত্রদলের ভিপি মোস্তাফিজুর রহমান বলেন, ‘নির্বাচনে যে আচরণবিধি রয়েছে, ছাত্রলীগের কর্মকাণ্ড দেখে তা মনে হচ্ছে না। যখন যা খুশি তারা তা-ই করছে। প্রশাসন সুনিশ্চিতভাবে ছাত্রলীগকে জিতিয়ে দেওয়ার জন্য তাদের আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব খাটানোটাকে গুরুত্ব দিচ্ছে না, ব্যবস্থাও নিচ্ছে না।’

স্বতন্ত্র জোট প্যানেলের ভিপি প্রার্থী অরণী সেমন্তি খান বলেন, ‘প্রতিটি হলে ছাত্রলীগ দখলদারিত্ব দেখানোর চেষ্টা করছে। হলের সামনে অবস্থান নিয়েছে। ভয়ভীতি প্রদর্শন করছে।’

ভোটারদের ফুল ও লিফলেট দিয়ে আমন্ত্রণ জানায় ছাত্রলীগ কর্মীরা সকাল সোয়া ৯টার দিকে রোকেয়া হলের সামনে তিন ছাত্রীকে ফুল দিয়ে ভোটারদেরকে ভোটকেন্দ্রে আমন্ত্রণ জানাতে দেখা যায়। তিন মেয়ে শিক্ষার্থী ভোটারদের হাতে ফুল দিয়ে ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম রাব্বানীর প্রচারপত্র বিলি করেন।

স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফুর রহমান বলেন, ‘ভোটারদের লাইনে ঢুকে ফুল দেওয়া নির্বাচনের আচারণবিধি লঙ্ঘন। এটা কেউ করতে পারে না। আমরা এর প্রতিবাদ জানিয়েছি।’

নির্বাচনে অনিয়মের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ এবিষয়ে ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনও কিছু কাউকে করতে দেওয়া হবে না। আমরা সবকিছু মনিটরিং করছি।’

উল্লেখ্য,দীর্ঘ ২৮ বছর পর আজ  (১১ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়ছেন ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা