X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পুলিশ হাসপাতালের সিভিল পদগুলো নিয়োগবিধির আওতায়

জামাল উদ্দিন
২১ মার্চ ২০১৯, ১৯:০৬আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৯:০৮

বাংলাদেশ পুলিশ

পুলিশ হাসপাতালগুলোর জন্য সংরক্ষিত বিভিন্ন সিভিল পদগুলো (৫৪৩টি পদ) ‘নন পুলিশ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা-১৯৯৬’ এর তফসিলে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (২১ মার্চ) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ  অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবে থাকা পুলিশ হাসপাতালগুলো হচ্ছে— ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের পাঁচটি বিভাগীয় পুলিশ হাসপাতাল এবং সারদার পুলিশ একাডেমি হাসপাতাল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন স্বাক্ষরিত প্রস্তাবটির সার সংক্ষেপে বলা হয়— পুলিশ বাহিনীর সাংগঠনিক কাঠামোতে পুলিশ হাসপাতালগুলোতে বিভিন্ন পদবির ৫৪৩টি পদ বছরের পর বছর ধরে সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে সৃষ্টি করা হয়। পুলিশ হাসপাতালের (সিভিল) পদগুলো পুলিশ বিভাগ (নন পুলিশ কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়। পুলিশ হাসপাতালের জন্য সৃষ্ট পদের মধ্যে কিছু পদ পুলিশ বিভাগ (নন পুলিশ কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা-১৯৯৬ এ অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু নতুন অধিকাংশ পদই ওই নিয়োগবিধির তফসিলে যেমন অন্তর্ভুক্ত নেই, তেমনি ওই তফসিলে বিদ্যমান কিছু পদের নিয়োগ পদ্ধতি পরিবর্তনও দরকার। এজন্য পুলিশ অধিদফতরের প্রস্তাব অনুযায়ী পুলিশ বিভাগ (নন পুলিশ কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা-১৯৯৬ তে বর্ণিত পুলিশ হাসপাতালের তফসিল প্রতিস্থাপন প্রয়োজন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২০১৮ সালের ১৪ আগস্ট অনুষ্ঠিত নিয়োগবিধি পরীক্ষণ সংক্রান্ত উপ-কমিটির সভায়ও বিষয়টি সংশোধনের জন্য পুলিশের প্রস্তাবটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাই পুলিশের নন পুলিশ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালাটি পুনঃতফসিলের জন্য সচিব কমিটিতে উপস্থাপন করা হলো।

পুলিশ সদর দফতরের এআইজি (ওঅ্যান্ডএম) ফারুক আহমেদ এই নিয়োগ বিধিমালার প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর। দীর্ঘ প্রায় দেড় বছর পর প্রস্তাবটি সচিব কমিটিতে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

প্রস্তাবটি অনুমোদনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) মো. নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আমি বৈঠকে ছিলাম না।  তবে প্রস্তাবটি অনুমোদন হওয়ারই কথা ।’

 

 

 

/জেইউ/এপিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফ সীমান্তে যুদ্ধ পরিস্থিতির অবনতি হতে পারে
সংসদীয় কমিটিতে প্রতিবেদনটেকনাফ সীমান্তে যুদ্ধ পরিস্থিতির অবনতি হতে পারে
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে