অবস্থান ধর্মঘট চলাকালে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন প্রতিবন্ধীরা। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন হয়। এর আয়োজন করেন ‘চাকরি প্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’।
পুলিশি হামলার বিচার ও ৪০তম বিসিএস পরীক্ষায় শ্রুতিলেখক সংক্রান্ত পূর্ববর্তী নীতিমালা বহালের দাবিতে মানববন্ধন শেষে পিএসসি’র চেয়ারম্যানকে স্মারকলিপি দেবে তারা। একই দাবিতে বৃহস্পতিবার (২ মে) সমাজসেবা অধিদফতর ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে তারা। তাদের দাবি না মেনে নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি কথা জানান।
মানববন্ধনে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।
চাকরি প্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক আলী হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ২৮ এপ্রিল শাহবাগে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু পুলিশ প্রথম থেকেই আমাদের অসহযোগিতা করছিল। অবশেষে আমাদের কর্মসূচিকে পণ্ড করে দেয়। তারা আমাদের কয়েকজন প্রতিবন্ধীর ওপর হামলা করেছে। আমাদের ব্যানার ছিড়ে ফেলেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে হামলাকারীদের বিচার দাবি করছি।’
প্রসঙ্গত, ২৮ এপ্রিল ৪০তম বিসিএস পরীক্ষায় শ্রুতিলেখক সংক্রান্ত পূর্ববর্তী নীতিমালা বহালের দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন কর্মসূচি করতে গেলে তারা পুলিশের বাধার সম্মুখীন ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা।