X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সুপেয় পানি সরবরাহে ওয়াসার সক্ষমতা বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ১৯:০৮আপডেট : ২২ মে ২০১৯, ১৯:১৬

 



সংসদীয় কমিটির বৈঠক

ঢাকা শহরে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসার সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (২২ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এই সুপারিশ করা হয়।




সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি ওয়াসার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভূর্গভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে পুকুর, খাল, জলাশয় পুনঃখনন করার সুপারিশ করে। এছাড়া, আসন্ন বর্ষার আগেই জলবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং রাজধানীতে জলাবদ্ধতা তৈরি হলে যাতে দ্রুত অপসারণ করা যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
জানা গেছে, বৈঠকে ওয়াসার পানি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। কমিটির সভায় বলা হয়, পানি মানুষের মৌলিক অধিকার। সেখানে সুপেয় পানির জন্য আদালতে যেতে হলে তা দুঃখজনক।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায়, ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে দুটি প্রকল্পের আওতায় ২০০টি নতুন পুকুর খনন এবং ৯৫২টি পুকুর পুনঃখননের কাজ চলছে। চট্টগ্রাম ওয়াসা চাহিদার প্রায় ৯০ শতাংশ পানি সরবরাহ করছে ভূউপরিস্থ উৎস থেকে। এটি শতভাগ করতে দুটি প্রকল্পের কাজ চলছে। ২০২২ সাল নাগাদ প্রকল্প দুটি শেষ হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, জলাবদ্ধতা দূর করতে গত অর্থবছর ১৫০ কিলোমিটার নর্দমা নির্মাণ করা হয়েছে। চলতি অর্থবছরে আরও ১৫০ কিলোমিটার নর্দমা নির্মাণের কাজ চলছে, যার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানায়, গত অর্থবছরে ১৬৮ কিলোমিটার নর্দমা নির্মাণ ও উন্নয়নের কাজ করা হয়েছে। শান্তিনগর, মালিবাগ, রাজারবাগ, শাজাহানপুর, পল্টন, ফকিরাপুল, মতিঝিল, কমলাপুর এলাকার জলাবদ্ধতা নিরসনে ১১ দশমিক ৭২ নর্দমা নির্মাণের কাজ শেষ হয়েছে।
কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য প্রতমিন্ত্রী স্বপন ভট্টার্চায্য, মসিউর রহমান রাঙা, শেখ আফিল উদ্দীন, রেবেকা মমিন, রাজী মোহাম্মদ ফখরুল, শাহে আলম, ছানোয়ার হোসেন ও আব্দুস সালাম মুর্শেদী বৈঠকে অংশ নেন।

 

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটোস্টোরি)
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটোস্টোরি)
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ