X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

উন্নয়নের ধারা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ২১:৫১আপডেট : ২৩ মে ২০১৯, ২২:৪৪





গণভবনে ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছে, ‘সরকার উন্নয়নের এই ধারা অব্যাহত এবং দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। আগামী মাসে বাজেট দেবো। বিশাল আকারের বাজেট দিচ্ছি। আমরা মনে করি, আমাদের উন্নয়নের এই ধারাটা অব্যাহত থাকবে।’ বৃহস্পতিবার (২৩ মে) গণভবনে বিচারপতি, কূটনীতিক, সরকারি সামরিক/বেসামরিক কর্মকর্তা, শিল্পী ও সাংস্কৃতিককর্মীদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি, মানুষের জীবনে শান্তিশৃঙ্খলা বজায় থাকুক। আর সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, মাদকের হাত থেকে আমাদের সমাজ মুক্তি পাক।'

সরকার প্রধান বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়, এমন নীতিতে আমাদের সরকার বিশ্বাস করে। আমাদের পররাষ্ট্রনীতি খুব স্পষ্ট। আমরা সেটা সবসময় মেনে চলি। সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

বিকেল ৬টা ১৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে অতিথিদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। অতিথিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের আগমনে গণভবন ধন্য হয়েছে। দেশ ও জাতির কল্যাণের জন্য আপনারা দোয়া করবেন।’

দেশবাসীকে পবিত্র রমজান ও ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি খুব দুঃখিত। এবারে হয়তো ঈদে আমি দেশে থাকবো না। কারণ, আমার বেশ কয়েকটি বিদেশ সফর রয়েছে। আমি জাপান যাচ্ছি। সেখান থেকে সৌদি আরবে ওআইসি সম্মেলনে। সেখান থেকে ইংল্যান্ড যাবো। সেখান থেকে ৭ তারিখে দেশে ফিরবো। ঈদে যেহেতু থাকতে পারবো না, তাই এই ইফতার মাহফিল থেকে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা গণভবনে এসেছেন, দাওয়াত কবুল করেছেন। আমি খুব আনন্দিত।’

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

/এমএইচবি/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে