X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের উন্নয়নের একমাত্র কারণ শেখ হাসিনা: কাজী নাবিল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৯, ২২:৫১আপডেট : ২৩ জুন ২০১৯, ২৩:৫২






কাজী নাবিল আহমেদ (ফাইল ছবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের জননন্দিত নেত্রী বলে অভিহিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ এমপি। তিনি বলেন, ‘সংসদীয় কমিটির সদস্য হিসেবে বিদেশে গেলে জানতে চাওয়া হয় বাংলাদেশের উন্নয়ন কীভাবে হচ্ছে? আমি সব সময়ই বলি, একমাত্র কারণ হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’ রবিবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তার নির্বাচনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘প্রধানমন্ত্রী যশোর জেলাকে অনেক অগ্রাধিকার দিয়েছেন। এই জেলার সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভায় (যশোর-৩ নির্বাচনি এলাকা) গত ৫ বছরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, মেডিক্যাল কলেজকে আড়াই থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, শেখ হাসিনা সফটওয়্যার আইটি পার্ক স্থাপন ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে।’ তিনি বলেন, ‘পদ্মা সেতুর মাধ্যমে রেল সংযোগ হলে যশোরে আরও ব্যাপক উন্নয়ন হবে।’
এ সময় তিনি যশোর বিমানবন্দরের চলমান আধুনিকায়নের কাজ আরও ত্বরান্বিত করে ভবিষ্যতে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করাসহ যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানান। পৌরসভার জন্য এককালীন একশ’ কোটি টাকার বরাদ্দ দিয়ে এর উন্নয়নসহ শ্রীবৃদ্ধি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের দাবি জানান তিনি।

কাজী নাবিল আহমেদ প্রস্তাবিত বাজেটে তরুণদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ, প্রবাসীদের আয়ে দুই শতাংশ প্রণোদনা, গার্মেন্টপণ্য রফতানিতে এক শতাংশ প্রণোদনা, ১৮ বছরের কম বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ঘোষণা, ছয় স্তরের ভ্যাট কার্যকর, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ৩ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, সর্বজনীন পেনশন ব্যবস্থা, সর্বজনীন স্বাস্থ্যবিমা ও শস্যবিমা চালু, ফুটবল উন্নয়নের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের ভূয়সী প্রশংসা করেন।

নিম্ন ও মধ্যবিত্তদের কথা বিবেচনা করে পারিবারিক সঞ্চয়পত্রের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান কাজী নাবিল আহমেদ।

/ইএইচএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?