X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গণতান্ত্রিক ধারা গতিশীল রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান স্পিকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ২৩:২৭আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২৩:৫৬


সংসদীয় গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি এ ধারা গতিশীল রাখতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান। মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আযোজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

স্পিকার এসময় বলেন, তথ্য-প্রযুক্তির সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় আজ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের কাজ সহজ হয়েছে। ভবিষ্যতে সাংবাদিকদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ফল উৎসবের আয়োজনকে উৎসাহ দিয়ে স্পিকার বলেন, বাংলাদেশে বিভিন্ন ধরনের রসালো ও সুস্বাদু মৌসুমী ফলের বিপুল সমাহার রয়েছে। বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরই ফল উৎসবের আয়োজন সবাইকে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। এর ফলে সাংবাদিকদের সঙ্গে জাতীয় সংসদের সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

ফল উৎসবে অংশগ্রহণকারীদের আম, কাঁঠাল, জাম, পেয়ারা, কলা, আনারস, জামরুল, আমলকি, সফেদাসহ দেশীয় ২৮ ধরনের ফলের স্বাদ নেওয়ার সুযোগ হয়।

পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানী, বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংসদ সদস্য শফিকুর রহমান এবং সাংবাদিক নেতা শাহজাহান সরদার। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি