X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কাঞ্চন পৌরসভাসহ স্থানীয় পরিষদের ২৯৫টি পদে ভোট বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৯, ২২:৩৯আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:৪১

নির্বাচন কমিশন

নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার সাধারণ নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের ২৯৫টি বিভিন্ন পদে নির্বাচন ও উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই)। অন্যান্য নির্বাচনগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ওয়ার্ড ও ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং বাকি ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন। কাঞ্চন পৌরসভাসহ যেসব পরিষদে সাধারণ নির্বাচন হবে সেগুলোর ভোটগ্রহণ ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন এসব ভোটগ্রহণে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বুধবার বিকালে ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন। প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, নির্বাচন আইন অনুযায়ী যা যা প্রস্তুতি নেওয়া দরকার সবই নিয়েছি। আমরা প্রস্তুতি কম রাখিনি। এতেই বোঝা যায় আমরা বদ্ধপরিকর।

সচিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের নিয়োগ দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, নির্বাচন সংক্রান্ত ব্যালট পেপারসহ অন্যান্য জিনিসপত্র যথাসময়ে পৌঁছে গেছে। আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কাঞ্চন পৌরসভা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। ওখানে ইভিএমে নির্বাচন হবে, ইভিএমে নির্বাচন হলে তো অসুষ্ঠু করে ভোটে জেতার কোনও সুযোগ নেই। ওখানে তো ব্যালট পেপারে ভোট হচ্ছে না যে, কেউ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যেতে পারে। সেখানে সেই সুবিধা নেই। যার ভোট তাকেই দিতে হবে। অন্য কারও এই ভোট দেওয়ার সুযোগ নেই।

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল