X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের ট্রেড ইউনিয়নের ৫ কর্মকর্তার চাকরি ফেরতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৯, ১৯:১৯আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৯:২৮



গ্রামীণফোনের ট্রেড ইউনিয়নের ৫ কর্মকর্তার চাকরি ফেরতের দাবি সম্প্রতি গ্রামীণফোন থেকে চাকরিচ্যুত হওয়া ‘জেনারেল এমপ্লয়িজ ইউনিয়ন গ্রামীনফোন’-এর ৫ কর্মকর্তার চাকরি ফেরত দেওয়াসহ মোট ৪টি দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার ২৭ জুলাই জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির সভাপতি আহমদ মঞ্জুরুদ্দৌলা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহমদ মঞ্জুরুদ্দৌলা বলেন, বাংলাদেশের বৃহত্তম করপোরেট প্রতিষ্ঠান গ্রামীনফোন দেশের শ্রম আইনের তোয়াক্কা না করে বারবার পার পেয়ে যাচ্ছে। তারা সরকারি পাওনা পরিশোধ না করা, নিজ প্রতিষ্ঠানের কর্মীদের ওপর মানসিক ও আর্থিক অত্যাচার চালানো, ভোক্তা ও স্টেক হোল্ডারদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে দিন দিন এই বহুজাতিক প্রতিষ্ঠানটি বেপরোয়া হয়ে উঠেছে। সর্বশেষ তারা প্রতিষ্ঠানের ইউনিয়নের ৫ কর্মকর্তাকে বেআইনিভাবে টার্মিনেট করেছে। এই টার্মিনেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের অন্য কর্মীদের চাকরি হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত করে রেখেছে।’ তিনি আরও বলেন, ‘২০১২ সালে গ্রামীনফোনের ৫ হাজার কর্মী থেকে ছাঁটাই হতে হতে আজ ২ হাজার ২ শত জনে ঠেকেছে। এই অব্যাহত ছাঁটাই প্রক্রিয়ায় জেনারেল এমপ্লয়িজ ইউনিয়নকে যৌক্তিক ও ন্যায়সঙ্গত বাধা বিবেচনা করেই ইউনিয়নটি ধ্বংস করতে নেতাদের ওপরে এই জুলুম চলছে।’

আহমদ মঞ্জুরুদ্দৌলা বলেন,দ্রুত ট্রেড ইউনিয়নের ৫ কর্মকর্তার চাকরি ফেরত দিতে হবে। ট্রেড ইউনিয়নের কোনও সদস্যকে ইউনিয়ন করার অপরাধে চাকরিচ্যুত করা যাবে না। চাকরিজীবীদের আইনগত সব পাওনা পরিশোধ করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানে সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রমিকনেতা মনজুরুল আহসান খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি মাহাবুবুল আলম, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ।

 

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ