X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ভারত থেকে তেল-বিদ্যুৎ আমদানিতে সংযোগ স্থাপন: জ্বালানি উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ২০:২৪আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২০:৩৯





ভারত থেকে তেল-বিদ্যুৎ আমদানিতে সংযোগ স্থাপন: জ্বালানি উপদেষ্টা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ভারত থেকে বিদ্যুৎ ও তেল আমদানি করার জন্য সংযোগ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) মিরপুর সেনানিবাসে মিলিটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘সাসটেইনেবল এনার্জি সেক্টরস ডেভেলপমেন্ট, চ্যালেঞ্জেস অ্যান্ড সিকিউরিটি অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তঃবাহিনী জনংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, নেপাল ও ভুটানের সঙ্গেও যৌথ সহযোগিতায় তেল ও গ্যাস অনুসন্ধানের মাধ্যমে জ্বালানি খাতের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।
তিনি বলেন, কয়লা, এলএনজি ও এলপিজি আমদানি এবং এই প্রাথমিক জ্বালানির কার্যক্ষমতা, গুণাগুণ এবং ব্যবহারের সামর্থ্যের ওপর গুরুত্ব দিতে হবে। অফ-শোর ব্লকের পাশাপাশি অন-শোর ব্লক থেকেও ব্যাপকভাবে তেল ও গ্যাস আহরণে কূপ খনন ও অনুসন্ধানে গুরুত্ব দিতে হবে। নবায়নযোগ্য শক্তি বিষয়েও নীতি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, এমআইএসটি’র গ্রাজুয়েট ইঞ্জিনিয়াররা তাদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে জাতির জ্বালানি খাতের উন্নয়ন ও নিরাপত্তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সেমিনারে শিক্ষক, গবেষক, উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরূল ইমাম, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের মহাপরিচালক প্রকৌশলী কামরুজ্জমান এবং ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রহমান ও এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি