X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

‘হাইকোর্টের কোনও বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৮:৩০আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৯:৫২





‘হাইকোর্টের কোনও বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি’ বিচারপতিদের বিরুদ্ধে আপাতত দুর্নীতির কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘হাইকোর্টের কোনও বিচারপতির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ আইন ও বিচার বিভাগে আসেনি।’বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

সংসদের প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়ে হারুনুর রশীদ প্রশ্ন করেন, ‘হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতির অনিয়ম ও দুর্নীতির তদন্ত হচ্ছে। এই তদন্ত কোন আইনে হচ্ছে?’ তিনি আরও জানতে চান, ‘সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের কথা বলা আছে। সংবিধানের এই বিধান বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে কিনা?’

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারণ সংক্রান্ত বিষয়। আপাতত এ বিষয়ে কোনও পরিকল্পনা নেই।’

মোশাররফ হোসেনের অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের ঘটনায় দ্রুত বিচার আইনে তিন হাজার ১০৩টি মামলা বিচারাধীন আছে। এরমধ্যে ঢাকায় বিচারাধীন মামলার সংখ্যা এক হাজার ৯৮৯টি।’

প্রশ্ন-উত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সোয়া চারটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপিত হয়। সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুতে সংসদের অন্যান্য কার্যক্রম মুলতবি করা হয়।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল