X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দেশে নদী দখলদার ৪৯ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ১৮:৩২আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৯:৫২

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি দেশের বিভিন্ন নদ-নদীতে ৪৯ হাজার ১৬২ জন দখল বসিয়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে নদী কমিশন। দখলদারের হাত থেকে নদ-নদী উদ্ধারে কমিশন কাজ করছে বলেও কমিটিকে জানানো হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব তথ্য তুলে ধরে নদী কমিশন।

তবে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে দখলদারের সংখ্যাকে নদ-নদীর সংখ্যা বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এ তথ্য সঠিক বলে জানানো হয়। পরে অবশ্য ওই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে ফোন করে ভুল স্বীকার করেন এবং বলেন, এটি নদীর সংখ্যা নয়, দখলদারের সংখ্যা। এ বিষয়ে জানতে চাইলে মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, ‘৪৯ হাজার নদী হওয়ার কথা নয়, এটি দখলদার হবে।’
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সদস্য শাজাহান খান, রণজিৎ কুমার রায়, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও মো. আছলাম হোসেন সওদাগর অংশ নেন।
বৈঠকে জানানো হয়, দখল হওয়া নদীগুলো দখলমুক্ত করতে যেসব মামলার মুখোমুখি হতে হচ্ছে, সেসব দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আইনজীবী নিয়োগ করা হয়েছে।
দখল হওয়া এসব নদী উদ্ধারে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করে তার অগ্রগতি কমিটিকে জানানোর সুপারিশ করা হয়েছে।
বৈঠকে জাতীয় নদীরক্ষা কমিশন গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া এ-সংক্রান্ত আইনে কোনও পরিবর্তন-সংযোজনের প্রয়োজন আছে কিনা, তার খসড়া সুপারিশ ও দখল হওয়া নদীগুলোর ম্যাপসহ কমিটিতে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত