X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে উদ্বিগ্ন সরকার: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২০, ১৩:২২আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৩:৫০

ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে উদ্বিগ্ন সরকার: ওবায়দুল কাদের মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান অস্থিরতায় সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হত্যা করা হয়। এঘটনায় বিশ্বব্যাপী অস্থিরতা বিরাজ করছে। এই ঘটনায় সরকার উদ্বিগ্ন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতে আমরা উদ্বিগ্ন। আমরা যুদ্ধ চাই না। সরকারের পক্ষ থেকে আমরা উভয়পক্ষের সরকারকে আহ্বান জানাবো তারা যেন এই ধ্বংসাত্মক যুদ্ধ থেকে সরে আসে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘তারপরেও যদি যুদ্ধ লেগে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। যা থেকে বাংলাদেশও মুক্ত নয়। এই ধাক্কা বাংলাদেশেও লাগবে। সেক্ষেত্রে ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশিদের সেখানকার দূতাবাসের মাধ্যমে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য অনুরোধ জানাচ্ছি।’

এসময় তিনি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন বিষয়ে ইসির মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘সিটি নির্বাচনে আওয়ামী লীগের কোনও প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে না। আচরণবিধি মেনে চলার বিষয়ে আমরা অত্যন্ত সচেতন। নির্বাচন কীভাবে পরিচালনা করতে হয় তা আমরা জানি। নির্বাচন পরিচালনা কমিটি কীভাবে পরিচালনা করতে হয় তাও আমরা জানি। আমাদের দলীয় এমপিরা নির্বাচনে কোথাও কোনও প্রভাব ফেলছে না। তারা নির্বাচন পরিচালনার পরামর্শ দিচ্ছে মাত্র।’

সিটি নির্বাচনে দলীয় বিদ্রোহী কমিশনার প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের মনোনয়ন পাননি, আজকের দিনটি দেখবো। তাদের বিষয়ে এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

/এসআই/এনএস/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ