X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চীন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে না সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ১৯:৪৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২৩:০৩

 

পররাষ্ট্র মন্ত্রণালয়

চীনে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে না বাংলাদেশ সরকার। একইসঙ্গে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৭ জানুয়ারি) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর আগে রবিবার (২৬ জানুয়ারি)  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে চীনে এবং চীন থেকে বাংলাদেশে ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি বিবেচনা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় জানিয়েছিলেন তিনি।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে জানান, চীনে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে না বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা উহানসহ চীনের সব জায়গায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছি। এছাড়া চীন সরকারের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে।’ সেখানকার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনও বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।’ মাসুদ বিন মোমেন বলেন, ‘উহানে অনেক দেশের নাগরিক রয়েছে। তাদের ফেরত নিতে অন্য দেশগুলোও চীনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। আমরাও যোগাযোগ করছি।’ চীনের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তমন্ত্রণালয় সভা আহ্বান করেছে। সেখানে বাংলাদেশের কর্মপরিকল্পনা বিশদভাবে আলোচনা হবে বলে জানান তিনি।

এদিকে চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ওই দেশ থেকে বাংলাদেশিদের ফেরত আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক ফেসবুক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য।’ তিনি আরও লিখেছেন, ‘আমরা চীনা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছি। কী প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে।’

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি