X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি হয়েছেন কাদের, সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২০, ১৩:১৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৯:৩১

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যাওয়ার পর তাকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কণক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, ‘ওবায়দুল কাদেরকে দেখতে পিএম আসছেন কিনা আমরা জানি না। তবে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে।’

ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘উনাকে ভর্তি করা হয়েছে। কার্ডিওলজি বিভাগে তিনি আছেন। এই বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সবাই তাকে দেখছেন। তিনি ভালো আছেন।’

উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে বিদেশে নেওয়া হবে কিনা জানতে চাইলে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘উনাকে বিদেশে নেওয়ার অথরিটি আমরা না। উনার পরিবার আছে, প্রধানমন্ত্রী আছেন। তবে তিনি যদি এখানে ভর্তি থাকেন তাহলে তাকে সর্বোচ্চ চিকিৎসা আমরা দেবো।’

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ‘ওবায়দুল কাদেরের কফ, ফুসফুস পরীক্ষা, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। সব ঠিক আছে। তবে ফুসফুসে একটু ইনফেকশন ধরা পড়েছে। চিন্তার কোনও কারণ নেই। এখন যে অবস্থা তাতে এখানেই চিকিৎসা হবে। তবে প্রয়োজনে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।’

তিনি আরও জানান, 'প্রধানমন্ত্রী হাসপাতালে অযথা ভিড় না বাড়ানোর আহ্বান জানিয়েছেন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি। অন্য রোগীদের যাতে সমস্যা না হয় সেই বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে সবার কাছে ওবায়দুল কাদেরের জন্য দোয়া চাওয়া হয়েছে।'

উল্লেখ্য, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান ওবায়দুল কাদের। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখানে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসানের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়।

গত মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের এই নেতা। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর গত ১৫ মে সুস্থ অবস্থায় দেশে ফেরেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন- শ্বাসকষ্ট নিয়ে ওবায়দুল কাদের হাসপাতালে

/জেএ/এমএইচবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক