X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ছুটির দ্বিতীয় দিনেও প্রাণবন্ত বইমেলা

হাসনাত নাঈম
০৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৫৬

ছুটির দ্বিতীয় দিনেও প্রাণবন্ত বইমেলা

সপ্তাহের দ্বিতীয় ছুটির দিন শনিবারেও (৮ ফেব্রুয়ারি) প্রাণবন্ত ছিল অমর একুশে গ্রন্হমেলা। যদিও শুক্রবারের তুলনায় এদিন লোকসমাগম কিছুটা কম ছিল। প্রকাশকরা জানিয়েছেন, লোকসমাগম থাকলেও বিক্রি আশানুরূপ হয়নি। তাদের প্রত্যাশা সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে। শনিবার বইমেলা শুরু হয় সকাল ১১টায়। সকালের দিকে মেলায় আগতদের সংখ্যা কম থাকলেও বিকাল গড়ার সঙ্গে সঙ্গে মেলায় ভিড় বাড়তে শুরু করে। শুক্রবারের মতো শনিবারও শিশুচত্বরে ছিল সিসিমপুরের চরিত্রগুলো। মেলায় আসা অভিভাবকরা জানান, শিশুদের নিয়ে সাপ্তাহিক কর্মদিবসগুলোতে বের হওয়া সম্ভব হয় না। তাই তারা ছুটির দিনের শিশুদের মেলায় নিয়ে এসেছেন।

ছুটির দ্বিতীয় দিনেও প্রাণবন্ত বইমেলা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সাজ্জাদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল আমার সাপ্তাহিক বন্ধ ছিল, আজও আছে। কিন্তু গতকাল অনেক ভিড় হবে, তা ভেবে আজ এসেছি ছেলেকে নিয়ে। এবারের মেলায় গতবারের চেয়ে অনেকটাই পরিবেশবান্ধব।

ছুটির দ্বিতীয় দিনেও প্রাণবন্ত বইমেলা

এদিকে বাংলা প্রকাশের সিনিয়র ম্যানেজার সৈয়দ মাহফুজ আল হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, মেলা শুরু হওয়ার পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন ছিল শুক্রবার। সে হিসেবে লোক সমাগম ছিল অনেক বেশি। কিন্তু প্রত্যাশা মতো বিক্রি হয়নি। আশা করছি মেলার শেষের দিকে বিক্রির পরিমাণ বাড়বে।

প্রতীক প্রকাশনীর মালিক নূর-ই-মুনতাকিম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার লোকসমাগম বেশি ছিল। সে তুলনায় আজ কিছুটা কম। অনেকে হয়তো বই দেখতে আসছেন। হয়তো শেষের দিকে কিনবেন।

ছুটির দ্বিতীয় দিনেও প্রাণবন্ত বইমেলা

এদিকে শুক্রবার রাতে বাংলা ট্রিবিউনে প্রকাশিত ‘নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে বইমেলায় হকার’ সংবাদটি প্রকাশের পর মেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। মেলা ঘুরে দেখা যায় যে অংশগুলোতে টিনের খোলা অংশ ছিল সেখানে কর্তৃপক্ষ তা বন্ধ করে দিয়েছে। বাড়ানো হয়েছে মেলায় প্রবেশের নিরাপত্তাও।

ছুটির দ্বিতীয় দিনেও প্রাণবন্ত বইমেলা

রমনা বিভাগের এডিসি সাহেদ ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। সবগুলো টিন আমরা আবার ভালোভাবে চেক করেছি। মেলাপ্রাঙ্গণসহ আশেপাশের জায়গায় ২৪০টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তদারকি রয়েছে আমাদের। মেলার নিরাপত্তার জন্য যা প্রয়োজন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

ছুটির দ্বিতীয় দিনেও প্রাণবন্ত বইমেলা

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ হচ্ছে না নকল ওষুধ উৎপাদন-বিপণন, বাড়ছে উদ্বেগ
বন্ধ হচ্ছে না নকল ওষুধ উৎপাদন-বিপণন, বাড়ছে উদ্বেগ
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
কৃষিজমিতে কাজ করতে গিয়ে ঘুরে পড়ে আ.লীগ নেতার মৃত্যু
কৃষিজমিতে কাজ করতে গিয়ে ঘুরে পড়ে আ.লীগ নেতার মৃত্যু
মাঠে ফিরেই হাল্যান্ডের গোলে জিতলো ম্যানসিটি
মাঠে ফিরেই হাল্যান্ডের গোলে জিতলো ম্যানসিটি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক