X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

চীন থেকেই পণ্য আমদানির আহ্বান রাষ্ট্রদূতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫

 করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের চীনের মার্কেট পরিবর্তনের প্রয়োজন নেই বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিনমিং। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে চীন থেকে পণ্য আমদানি না করে অন্য জায়গা থেকে আমদানি করবেন কিনা, এটি এখন বাংলাদেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। এর উত্তর হবে অবশ্যই না।’ বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে করোনা ভাইরাস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশি ব্যবসায়ীদের চীনের মার্কেটে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি তৈরি পোশাক শিল্পের বড় অংশের কাঁচামাল চীন থেকে আসে। এই সাপ্লাই চেনে কোনও প্রভাব পড়বে না বলে আমি মনে করি।’

চীনের যে প্রবৃদ্ধি লক্ষ্য সেটির কোনও পরিবর্তন আনা হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমি চীন থেকে যে তথ্য পেয়েছি, যে শ্রমিকরা আবার কাজে ফেরত যাচ্ছেন।’

বাণিজ্যে কিছুটা শ্লতগতির কথা স্বীকার করে তিনি বলেন, ‘এর দুটি কারণ আছে। একটি হচ্ছে চীনের নববর্ষ, যে সময়ে চীনারা কেউ কাজ করেন না। এর সঙ্গে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ছুটি কিছুটা দীর্ঘায়িত হয়েছে।’

তবে উৎপাদন ও বাণিজ্য স্বাভাবিক হয়ে উঠবে আশা প্রকাশ করে তিনি জানান, চীনের প্রধান শিল্পনগরীতে আবার কাজ শুরু হয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশ সরকার হয়তো কোনও পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে এবং সেটি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি জীববিজ্ঞানি নই, তবে আমি মনে করি পণ্যে কোনও ভাইরাস থাকে না। মানুষ ভাইরাস বহন করে। তাই আমি মনে করি যেকোনও ধরনের নতুন নিষেধাজ্ঞা প্রমাণের ওপর ভিত্তি করে দেওয়া হবে, কোনও ধরনের ভীতি থেকে নয়।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশ সরকার এমন কোনও পদক্ষেপ নেয়নি, তারা বিচক্ষণতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে। অন্য অনেক দেশ যেমন করেছে, বাংলাদেশ সেরকম কিছু করেনি।’ তবে সেরকম কিছু হলে মেগা প্রকল্পে এর প্রভাব পড়তো বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।

 

/এসএসজেড/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা