X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৮

বক্তব্য রাখছেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হচ্ছে। পরিবেশের ক্ষতি না করে বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা  ও তথ্য আদান-প্রদান’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সভায় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের মাথাপিছু আয় বেড়ে প্রায় দুই হাজার ডলার হয়েছে। আমরা জনগণের জন্য কাজ করছি এবং অর্থনীতিতে গতি এনেছি। আমরা পরিবেশের ক্ষতি না করে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন করছি। সেজন্য জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীসংস্থা-জাইকার সঙ্গে এই আলোচনা।’

তিনি আরও বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হলে সবার আগে নিজেদের সচেতন হতে হবে। শুধু সরকার বা একটি রাজনৈতিক দল সবকিছু পরিবর্তন করতে পারে না। সেজন্য প্রত্যেককে নিজেদের জায়গা থেকে কাজ করতে হবে। তাহলেই আমরা দ্রুত বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে পারব।’ এজন্য মন্ত্রী বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘জাইকা ১২টি সিটি করপোরেশন ও দুটি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য ২০১৮ থেকে ২০৩২ সাল পর্যন্ত যে মাস্টার প্ল্যান দিয়েছে সেটাকে সাধুবাদ জানাই।’

এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জাইকা বাংলাদেশ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?