X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ভিসা দেওয়া স্থগিত করবে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ২০:৪৫আপডেট : ১২ মার্চ ২০২০, ২০:৫১

মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পরিস্থিতিতে বৈশ্বিক মহামারি ঘোষণা করলেও ভিসা দেওয়া স্থগিত করবে না বাংলাদেশ।  প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলংকা ভিসা দেওয়া স্থগিতের ঘোষণা এলেও বাংলাদেশ এর প্রয়োজন দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

প্রতিবেশী দেশগুলো ভিসা প্রদান স্থগিত করলেও বাংলাদেশ কেন করছে না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রয়োজন নেই। আমার মনে হয় মিডিয়ার কারণে (করোনা ভাইরাসের) ভীতি বেশি ছড়াচ্ছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে পেনডেমিক (বৈশ্বিক মহামারি) ঘোষণা করায় হইচই শুরু হয়েছে। কিন্ত যদি দেখেন শতাংশ হারে মৃত্যুর সংখ্যা অত্যন্ত কম। অধিকাংশ ভালো হয়ে যাচ্ছে। এটি সর্দিজ্বরের মতো। এ অবস্থায় আমরা আতঙ্কিত হবো কেন?’

তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছি। তারা যদি সুপারিশ করে, তখন আমরা বিবেচনা করবো।’

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করা হলে সেখানে যাওয়া বাংলাদেশিরা কিভাবে আসবেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতে থাকলে অসুবিধা কি? বেড়াতে গেছে, থাকুক কিছুদিন। তাড়াহুড়ো করছেন কেন? আসতে চাইলে সীমান্ত বন্ধ হওয়ার আগে চলে আসতে হবে।’

বিদেশে অবস্থিত বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, ’প্রবাসীদেরও অনুরোধ তাড়াহুড়ো করে আসার দরকার নেই। যেখানে আছেন সেখানে থাকেন, সেখানকার নিয়ম মেনে চলেন। কোনও ধরনের সমস্যা হলে বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করেন।’

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, আমরা আজকে রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। যেসব বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে পারছেন না তাদের সবার ভিসার মেয়াদ বাড়ানো হবে।

তিনি বলেন, ‘তারা কিছুদিন পরে যেতে পারবেন। তাদের ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো হবে।’

 

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট