X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় যেসব পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ২১:০৫আপডেট : ২০ মে ২০২০, ২১:১৩

কয়রায় আম্পান ঝড় থেকে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'আম্পান' এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় বেশ কিছু প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এজন্য মন্ত্রণালয়টির আওতাধীন দফতর ও সংস্থাগুলোর সমন্বয়ে বিভিন্ন জরুরি কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ (৯৫৭৩৬২৫) চালু করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ইতোমধ্যে বিশুদ্ধ পানীয় জল প্রাপ্তি নিশ্চিত করতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম ভাণ্ডার বিভাগে ১৫টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ১০ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত করেছে। ঢাকাসহ প্রতিটি জেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

তিনি জানান, সম্ভাব্য ক্ষতির মুখে থাকা জেলাগুলোতে ২লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এরইমধ্যে পাঠানো হয়েছে। সম্ভাব্য আক্রান্ত  প্রতিটি বিভাগের স্টোরে ১০ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রাখা হয়েছে। প্রতিটি জেলায় প্রতি ঘণ্টায় ২ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন ৩টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট; ১০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ৫ হাজার জেরিকেন; প্রতিটি জেলার জন্য ৫০০টি করে হাইজিন কিট; একটি করে ওয়াটার ক্যারিয়ার; নলকূপ মেরামতের প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ; সাবান, হ্যান্ড স্যানিটাইজার এবং ব্লিচিং পাউডার; ১ হাজার নতুন নলকূপ স্থাপনের জন্য মালামাল; ৫০০টি অস্থায়ী টয়লেট নির্মাণের মালামাল; ২ হাজার নলকূপ জীবাণুমুক্তকরণের মালামাল; ২ হাজার নলকূপ উঁচুকরণের মালামাল ও পার্শ্ববর্তী জেলা হতে প্রতি জেলায় অতিরিক্ত নলকূপ মেকানিক পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী পল্লি সড়ক নেটওয়ার্ক নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। একইসঙ্গে উপকূলীয় জেলাগুলোতে কর্মরত এলজিইডি'র সব কর্মকর্তা/কর্মচারীকে দুর্যোগকালীন অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং কোভিড-১৯ এর কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়ে স্ব-স্ব কর্মস্থলে অবস্থান করে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক