X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউনকে অর্থমন্ত্রী

‘বাজেট মানুষের জন্য’

শফিকুল ইসলাম
১০ জুন ২০২০, ১৪:২৩আপডেট : ১০ জুন ২০২০, ১৪:৪৫

অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল  একটি সরকারের বাজেট হবে সেই দেশের মানুষের জন্য। বাজেটে মানুষের জন্য কাজ এবং খাবার দেওয়ার দিকনির্দেশনা থাকতে হবে। ব্যবস্থা রাখতে হবে। মোট কথা দেশের মানুষকে কাজ দিতে হবে। তাদের মুখে খাবার তুলে দিতে হবে। বর্তমান সময়ে সরকারের এটিই প্রধান কাজ। এমনটাই মনে করেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল। এ দিকটি মাথায় রেখেই আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য নতুন বাজেট তৈরি করেছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তিনি।

এবার কেমন বাজেট দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল বলেন, ‘একটি সরকারের বাজেট হবে সেই দেশের মানুষের জন্য। আমরা আমাদের সরকারের দেওয়া নতুন বাজেটে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা রেখেছি। তাদের জন্য খাবারের ব্যবস্থা নিশ্চিত করেছি। কাল বাজেটে তা উপস্থাপন করা হবে।’ 

অর্থমন্ত্রী আরও বলেন, করোনাকালে শত প্রতিকূলতার মধ্যেও মন্ত্রণালয়গুলোকে বরাদ্দ দিয়েছি। বরাদ্দের অর্থ কোথা থেকে আসবে তা নিয়ে কখনও ভাবিনি। বরাদ্দ দিতেও কার্পণ্য করিনি। কারণ সরকারের বিভিন্ন উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমেই হয়। তাই সরকারের কর্মকাণ্ডের উন্নয়নে মন্ত্রণালয়গুলোকেই বরাদ্দ দিতে হবে। 

এবারের বাজেটে কোন খাতকে গুরুত্ব দিয়েছেন, জানতে চাইলে অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল জানান, এবারের বাজেটে আমরা কষি ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে বাজেট তৈরি করেছি। এবারের বাজেটে স্বাস্থ্য খাত নিয়ে আমাদের আগামী ২০ বছরের পরিকল্পনা থাকবে। আগামী ২০ বছরে কীভাবে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত, মানুষের দুয়ারে সেবা পৌঁছে দেওয়া ও এই খাতের উন্নয়ন করা যায় তার একটি  করা যায়, কীভাবে সেই স্বাস্থ্যসেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া যায়, কীভাবে স্বাস্থ্যখাতের উন্নয়ন ঘটানো যায় তা নিয়ে আমরা পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনা থাকবে এবারের বাজেটে। তাই অতীতের যে কোনও সময়ের তুলনায় স্বাস্থ্য বিষয়ক শিক্ষায় গবেষণা বাড়ানোর জন্য বরাদ্দ রেখেছি অনেক বেশি।

এবারের বাজেটে কৃষিখাতকেও অধিক গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কারণ এই খাত এবার কারোনাকালে সরকারকে তথা দেশের মানুষকে অকল্পনীয় সাপোর্ট দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে। তাই বর্তমান সরকার কৃষি ও স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে।

আ. হ. ম. মুস্তফা কামাল জানান, এজন্য এবারের বাজেটে এই কৃষি ও স্বাস্থ্যখাতে গবেষণা ও উন্নয়নে বরাদ্দ বাড়িয়েছি। কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, বাজেট হবে মানুষের জন্য। মানুষের কল্যাণে হবে সরকারের বাজেট। তাই মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়েই তৈরি করেছি এবারের বাজেট।

অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হবো। দেশের মানুষকে সঙ্গে নিয়েই আমরা জয়ী হবো। যদিও সময়টি কঠিন, সামনে অনেক চ্যালেঞ্জ। তারপরেও বলবো, শত চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমরা আমাদের বাজেট বাস্তবায়ন করতে পারবো। দেশের মানুষকে সঙ্গে নিয়েই আমরা সেই শত চ্যালেঞ্জ মোকাবিলা করবো। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা বর্তমান সরকারের জন্য অসম্ভব নয় বলেও জানান অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।

তিনি জানান, এবারের বাজেটের মোট আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ব্যয় হবে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। আমরা প্রস্তুত। আল্লাহর রহমতে কাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আমরা নতুন বাজেট পেশ করবো ইনশাল্লাহ। 

/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস
জিডিপির অনুপাতে বাজেটের আকার অনেক ছোট: মির্জ্জা আজিজ
সর্বশেষ খবর
সাবেক ম্যাজিস্ট্রেটের নামে ফেক আইডি, মামলা করতে এসে ধরা
সাবেক ম্যাজিস্ট্রেটের নামে ফেক আইডি, মামলা করতে এসে ধরা
শেষ হলো উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট, চলছে গণনা
শেষ হলো উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট, চলছে গণনা
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাধা নেই
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাধা নেই
কাকে ভোট দিলেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক?
কাকে ভোট দিলেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক?
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?