X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

মোবাইল ও ইন্টারনেট সেবায় শুল্ক না বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ২৩:২৪আপডেট : ২৪ জুন ২০২০, ০১:১৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

অনলাইনভিত্তিক শিক্ষা সহজলভ্য করতে বাজেটে মোবাইল ও ইন্টারনেট সেবার ওপর শুল্ক বৃদ্ধি করার যে প্রস্তাব রাখা হয়েছে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন।
করোনাভাইরাসের সংক্রমণকালে অনলাইন শিক্ষা চলমান থাকার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সেটি প্রত্যাহারের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ, অনলাইন শিক্ষার মাধ্যমে এখন আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর বড় উপায়। আর সেটিকে সহজলভ্য করার জন্য এটি অত্যন্ত জরুরি।

প্রসঙ্গত, গত ১১ জুন সংসদে উত্থাপিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নতুন করহারে মোবাইল সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ ও সারচার্জ ১ শতাংশ। ফলে মোট করভার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫৭ শতাংশ। বিদ্যমান ১০ শতাংশ সম্পূরক শুল্ক হারে এর পরিমাণ ২৭ দশমিক ২৫ শতাংশ। এই ট্যাক্স বৃদ্ধির ফলে ১০০ টাকা রিচার্জে সরকারের কাছে কর হিসেবে যাবে ২৫ টাকার মতো। এতদিন তা ২২ টাকার মতো ছিল। এর ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচও বেড়ে যাবে।

এদিকে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনার সংকটকালে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। টেলিভিশনের মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। অনলাইনের পাঠদানে আজ এটুআই এবং আইসিটি মন্ত্রণালয়ের সহায়তায় একটি প্লাটফর্ম চালু হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট দিয়ে আবার লাইনে দাঁড়ানো দুই যুবককে ৬ মাসের কারাদণ্ড
ভোট দিয়ে আবার লাইনে দাঁড়ানো দুই যুবককে ৬ মাসের কারাদণ্ড
গাজায় গণহত্যা চালাচ্ছে না ইসরায়েল, দাবি বাইডেনের
গাজায় গণহত্যা চালাচ্ছে না ইসরায়েল, দাবি বাইডেনের
ব্যাটারিচালিত যানবাহন ও চালকদের লাইসেন্সসহ চার দাবি
ব্যাটারিচালিত যানবাহন ও চালকদের লাইসেন্সসহ চার দাবি
রফতানি বহুমুখীকরণে অগ্রাধিকার খাত চিহ্নিত করার তাগিদ
রফতানি বহুমুখীকরণে অগ্রাধিকার খাত চিহ্নিত করার তাগিদ
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
ছুটি ছাড়াই ২৩ মাস কর্মস্থলে আসেননি সরকারি এই কর্মচারী
ছুটি ছাড়াই ২৩ মাস কর্মস্থলে আসেননি সরকারি এই কর্মচারী
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’