X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ছয় জেলায় ঢুকেছে বন্যার পানি, প্লাবিত হতে পারে আরও এলাকা

সঞ্চিতা সীতু
২৬ জুন ২০২০, ১৬:২১আপডেট : ২৬ জুন ২০২০, ১৭:৩০

চিলমারী নদীবন্দর পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপরে দেশের ছয় জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, সিলেট ও সুনামগঞ্জে ইতোমধ্যে বন্যার পানি ঢুকছে। এসব জেলার নদীগুলোর পানি এখন বিপদসীমার ওপরে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে। এতে আগামী সপ্তাহ পর্যন্ত পানি বেড়ে ছয় জেলার আরও এলাকা প্লাবিত হবে। এছাড়া আরও কয়েকটি জেলা আক্রান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা। তারা জানান, মাঝারি ধরনের এ বন্যা দুই সপ্তাহ স্থায়ী হতে পারে।

বন্যা পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, যমুনার কিছু পয়েন্টে পানি ইতোমধ্যে বিপদসীমার ওপরে উঠে গেছে। উত্তর-পূর্বাঞ্চলের দিকে কিছু এলাকায় পানি বেড়ে গেছে। আগামী কয়েকদিনে পানি আরও বাড়বে। এ কারণে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলো বন্যাকবলিত হচ্ছে।

পানি ঢুকে পড়েছে সুনামগঞ্জ শহরে

তিনি বলেন, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, সিলেট ও সুনামগঞ্জ এলাকার নদীর পানি বিপদসীমার ওপরে উঠে গেছে। এখন এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যাকবলিত হয়ে পড়েছে। আগামী কয়েকদিন পানি আরও বাড়বে। এতে এসব এলাকার নতুন নতুন জায়গা বন্যাকবলিত হবে। এটিকে মধ্যমেয়াদি বন্যা বলা যায়। দুই সপ্তাহের মতো পানি থাকতে পারে এসব এলাকায়। আগামী ৪-৫ তারিখ পর্যন্ত এই পানি বাড়বে। তাতে আরও জেলা প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ৬ জুলাই পর্যন্ত পূর্বাভাসে জানিয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনার পানি আগামী ১০ দিন বাড়তে পারে। মুন্সীগঞ্জ জেলার ভাগ্যকূল পয়েন্ট এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এসব জেলায়  বন্যার শঙ্কা আছে। এর প্রভাবে ছয় জেলা ছাড়াও জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, রাজবাড়ী ও  মুন্সীগঞ্জ প্লাবিত হতে পারে। 

পানি ঢুকে পড়েছে সুনামগঞ্জ শহরে

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরাঞ্চলের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ আব্দুল হামিদ বাংলা ট্রিবিউনকে বলেন, রাজশাহী, রংপুরসহ উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা আছে। এই বৃষ্টি থেমে থেমে বেশ কয়েকদিন থাকতে পারে। 

তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ওপরে

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বন্যার কথা বলা হয়েছে। বলা হয়েছে, জুনে মৌসুমি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
যাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে