X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সব জেলা শহরে ইকোনমি সিনেপ্লেক্স চান শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ২০:৫৭আপডেট : ২১ জুলাই ২০২০, ২৩:১০

সব জেলা শহরে ইকোনমি সিনেপ্লেক্স চান শিল্পমন্ত্রী দেশের সব জেলা শহর ও মফস্বলের জন্য সুনির্দিষ্ট প্যাটার্নের ইকোনমি সিনেপ্লেক্স চান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সাধারণ মানুষের আর্থিক ক্ষমতা বিবেচনায় নিয়ে সিনেপ্লেক্স নির্মাণে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আর প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা করা হবে বলেও জানান মন্ত্রী।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত শিল্পমন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতাদের সঙ্গে বৈঠককালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতির গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও গ্রাম পর্যায়ে নির্মল বিনোদনের ধারা অব্যাহত রাখতে সিনেমা হল প্রয়োজন। সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে যুবসমাজকে মাদক, জুয়া, সন্ত্রাস, অনৈতিক কর্মকাণ্ড ও জঙ্গিবাদের করাল গ্রাস থেকে মুক্ত রাখা সম্ভব।শহরের জন্য একই প্যাটার্নের এবং মফস্বলের জন্য একই প্যাটার্নের কম খরচে স্টিল স্ট্রাকচার সিনেপ্লেক্স নির্মাণের প্রকল্প গ্রহণ করতে সমিতির নেতাদের পরামর্শ দেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বৈঠকে সমিতির নেতারা বলেন, চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনও সরকারি আদেশ (এসআরও) জারি করা হয়নি। ফলে চলচ্চিত্র শিল্প খাত অন্যান্য শিল্প খাতের মতো সংশ্লিষ্ট সরকারি দফতর ও ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে প্রয়োজনীয় সুবিধাদি পাচ্ছে না। এ বিষয়ে দ্রুত একটি আদেশ জারি করতে ‌শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সমিতির নেতারা।
এছাড়া চলচ্চিত্র ও সিনেপ্লেক্স নির্মাণ সংশ্লিষ্ট যন্ত্রপাতির ওপর অন্যান্য শিল্পসামগ্রীর সমপরিমাণ কর আরোপ, চলচ্চিত্র রফতানিতে তৈরি পোশাক ও চামড়া শিল্পের মতো প্রণোদনা প্রদান, চলচ্চিত্র রফতানি আয়কে রেমিট্যান্স হিসেবে বিবেচনা এবং এ খাতে রেমিট্যান্সের অনুরূপ সুবিধাদি দেওয়া, অন্য শিল্প খাতে ব্যবহৃত বিদ্যুতের মতো চলচ্চিত্র শিল্পে ব্যবহৃত বিদ্যুতের দাম নির্ধারণ, চলচ্চিত্র আমদানির ওপর স্বল্প ট্যাক্স নির্ধারণ, চলচ্চিত্র নির্মাণ ও সিনেমা হলের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেবা চালুর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।
যৌথ প্রযোজনার ছবির ক্ষেত্রে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু ও তাদের সম্মানীর ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট রহিত করে আয়কর প্রদান সহজ করারও প্রস্তাব দেন নেতারা।
বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সিনিয়র সহ-সভাপতি কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু, সহ-সাধারণ সম্পাদক আলিমুল্লাহ খোকন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সিদ্দিকী (মনির), সাংস্কৃতিক সম্পাদক মোরশেদ খান হিমেল, আন্তর্জাতিক সম্পাদক ইলা জাহান নদী এবং সদস্য জাহিদ হোসেন ও রশিদুল আমিন (হলি) উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত