X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘করোনা সংক্রমণ কমতির দিকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১৮:৪০আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৪৪

করোনাভাইরাস দেশে করোনা সংক্রমণ কমতির দিকে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘আমরা এখন পিকে নাই। আইইডিসিআরের তথ্যও বলছে আমরা পিক টাইমে নাই।’

আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনলাইন সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধিদফতরের দুই অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এবং অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।

দেশে বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের হার এখন কোন পর্যায়ে জানতে চাইলে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘দেশে কোভিড-১৯ কেস এখন কমতির দিকে। আমরা এখন পিকে নাই, আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান)-এর তথ্যও বলছে আমরা পিক টাইমে নাই।’

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘টেস্ট তুলনামূলক কমেছে। তবে গত দুই তিন দিনের তুলনায় আজ (২৭ জুলাই) একটু বেশি হয়েছে। তবে আমরা যে পর্যায়ে গিয়েছিলাম, প্রায় ১৯ হাজারের কাছাকাছি, সে তুলনায় কম।’

তিনি বলেন, ‘টেস্ট কমতির দিকেই বলা যায়। কারণ, রিয়েল যারা তাদেরই টেস্ট হচ্ছে। যেকোনও উপসর্গ থাকলে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে পরীক্ষা করান। কিন্তু মানুষের পরীক্ষা করার আগ্রহ একটু কম। কারণ, কেস একটু কমেছে।’

তিনি আরও বলেন, ‘একইসঙ্গে ঘনবসতি, বস্তিতে কেস কম, নাই বললেই চলে। উপজেলা-জেলা সব জায়গায় নমুনা নেওয়ার ব্যবস্থা আছে। তাই আমরা অনুরোধ করছি কারও উপসর্গ থাকলে যেন টেস্ট করতে আসেন। এখন সরকার নির্ধারিত একটা ফি আছে, সে কারণে অনেকে টেস্ট করতে আসছেন না এটা হতেও পারে। ফি’র বিষয়টি যেহেতু মন্ত্রণালয় থেকে নির্ধারিত সে বিষয়ে আমাদের কিছু করার নাই। ফি দিয়েই পরীক্ষা করতে হবে।’

/জেএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র