X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাসা থেকে অফিস করার সুযোগ আর থাকছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ১৯:০০আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৫৯

বাংলাদেশ সচিবালয় (ফাইল ছবি) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে অফিস করার সুযোগ বাতিল করেছে সরকার। একই সঙ্গে বাতিল করা হয়েছে রোস্টারে কাজ করার সুযোগও। তবে অসুস্থ, বয়স্ক ও গর্ভবতী কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়কে এই নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশান মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব সাবিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগের মৌখিক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা গত সপ্তাহ থেকে আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করা শুরু করেছেন। বুধবার (৪ আগস্ট) থেকে আগের নিয়মে অফিস করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, এটি মন্ত্রিপরিষদ বিভাগের বিষয়। মন্ত্রণালয়গুলো মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে। তাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ বা প্রজ্ঞাপন জারির কোনও বিষয় নেই। নির্দেশনা মোতাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইতোমধ্যেই আগের নিয়মে অফিস চালু হয়েছে।

জানা গেছে, বাকি মন্ত্রণালয়গুলো আগামী সপ্তাহ থেকেই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করা শুরু করবে। জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, এই সংক্রান্ত নির্দেশনা না পেলেও আমরা গত সপ্তাহ থেকেই আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চালু করেছি, যা সবার জন্যই প্রযোজ্য। তবে অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভবা নারী কর্মকর্তা-কর্মচারীদের অফিসে না আসার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর রোস্টার সিস্টেমে দায়িত্ব পালন বাতিল করা হলো। অফিসে আসার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনা অনুসরণ করতে হবে।

/এসআই/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
যাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে