X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ডিজি হেলথ নিয়োগের প্রজ্ঞাপনে সংশোধন, ডা. খুরশীদ ভারপ্রাপ্ত ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ১৫:৩৩আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৫:৩৪

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম

ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলমকে স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগের পর ২৩ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হলেও এর দুই সপ্তাহ পর রবিবার (৯ আগস্ট) নতুন প্রজ্ঞাপন প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদফতরের ওয়েব সাইটে। সেখানে অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে ২৩ জুলাই লেখা আছে। তবে একেবারে নিচে উপ-সচিবের স্বাক্ষরের সঙ্গে রবিবার ৯ আগস্ট তারিখ দেওয়া রয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ডা. খুরশীদকে আমরা ভারপ্রাপ্ত ডিজি হিসেবেই নিয়োগ দিয়েছি। শুরুতে এটিই নিয়ম। কিন্তু ভারপ্রাপ্ত শব্দটা প্রজ্ঞাপনে উল্লেখ ছিল না। সেটি যুক্ত করা হয়েছে মাত্র। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসডি’র বৈঠকে অনুমোদন সাপেক্ষে তিনি হয়তো পূর্ণ মহাপরিচালকের দায়িত্বই পাবেন।’

এদিকে প্রজ্ঞাপন সংশোধনের খোলামেলা ব্যাখ্যা দিয়ে উপ-সচিব শারমিন আক্তার জাহান জানিয়েছেন, ‘অধ্যাপক পদটি তৃতীয় গ্রেডের। কিন্তু ডিজি পদটি প্রথম গ্রেডের। এডিজি পদটি দ্বিতীয় গ্রেডের। তাই তাকে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যখন পূর্ণ ডিজি হবেন তখন তিনি তৃতীয় গ্রেড থেকে প্রথম গ্রেডে উন্নীত হবেন। এজন্য এসএসডির অনুমোদন লাগবে। তাই প্রজ্ঞাপনে ভারপ্রাপ্ত শব্দটি ছিল না। সেটি সংশোধন করা হয়েছে মাত্র। এটি করা না হলে তিনি যখন অবসরে যাবেন তখন তার পেনশন পেতে হয়তো জটিলতা সৃষ্টি হতে পারে।’ 

 

/এসআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ