X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

ঘুড়ি ওড়ানোর বিষয়ে সতর্ক করলো বিদ্যুৎ বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২০, ২০:৪১আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২২:৩৬

ঘুড়ি (ছবি-ইন্টারনেট থেকে সংগৃহীত) বিদ্যুতের গ্রিড লাইনে আটকে যাচ্ছে শখের ঘুড়ি। এতে লাইন শর্ট সার্কিট হয়ে ট্রিপ (বন্ধ ) করছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে জন দুর্ভোগ তো হচ্ছেই তবে আশঙ্কা করা হচ্ছে প্রাণ সংশয়ের। বলা হচ্ছে ভেজা সুতার এক প্রান্ত বিদ্যুতের লাইনে এবং অন্যপ্রান্ত জনবহুল এলাকায় পড়লে তা বিদ্যুৎ পরিবহন করবে। আর এর সংস্পর্শে এলেই ঘটতে পারে মৃত্যুর মতো বড় দুর্ঘটনা। এজন্যই বিদ্যুৎ লাইনের আশেপাশে ঘুড়ি না ওড়াতে জন সাধারণকে সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ।
জানতে চাইলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউন বলেন, করোনার কারণে অনেকেই বাসায় আছে। ফলে ঘুড়ি ওড়ানোর প্রবণতা বেড়ে গিয়েছে। এতে করে সঞ্চালন লাইনের সাথে ঘুড়ির সুতা পেঁচিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তিনি জানান, গত ১৬ আগস্ট মাধবদীতে এ ধরনের একটি ঘটনা ঘটে। তার আগেও বেশ কিছু ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বিদ্যুতের লাইন ট্রিপ করে যায়। সমস্যা খুঁজে পেতে চলে যায় অনেক সময়। ফলে ভোগান্তির শিকার হন গ্রাহকেরা। তাই বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।
জানা যায়, ঘুড়ি খেলার সময় কাটাকাটি করতে গিয়ে সুতা ছিঁড়ে তারের সঙ্গে পেঁচিয়ে যায়। এই সুতা তো তখন শুকনা থাকে। যখন বৃষ্টি নামে তখন সুতা ভিজে গিয়ে স্পার্ক করে লাইন ট্রিপ করে যায়।
পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক জানান, এক লাখ ৩২ হাজার, দুই লাখ ৩০ হাজার ভোল্টের লাইন, ১০০ কিলোমিটার লাইনের মধ্যে কোথায় হয়েছে সেটা বের করাও মুশকিল। অনেক সময় লেগে যায় মেরামত করতে। সাধারণত শহর এবং গ্রাম দুই জায়গাতেই মানুষ ঘুড়ি ওড়ায়। শুষ্ক মৌসুমে ঘুড়ি ওড়ালে কোনও সমস্যা হয় না। কারণ তখন সুতা বৃষ্টিতে ভেজে না। তবে বর্ষা মৌসুমেই যত সমস্যা। এখন সুতা বৃষ্টির পানিতে ভিজে বিদ্যুৎ পরিবাহী হচ্ছে। ইতোমধ্যে এমন দশটিরও বেশি দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিদ্যুতের সঞ্চালন লাইনের আশেপাশে ঘুড়ি ওড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ছোট-বড় বিভিন্ন আকৃতির ঘুড়ি ওড়ানোর সময় বিদ্যুতের টাওয়ার বা বিদ্যুতের তারের সঙ্গে প্রায়ই আটকে যায়। ঘুড়ি ও মোটা সুতা আটকে সম্প্রতি আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি লাইন, ঘোড়াশাল-আশুগঞ্জ ২৩০ কেভি লাইন, ঘোড়াশাল-আশুগঞ্জ ১৩২ কেভি লাইন, ভুলতা-আশুগঞ্জ ৪০০ কেভি লাইন, হরিপুর-নরসিংদী ১৩২ কেভি লাইন, কুমিল্লা (উত্তর)-চৌদ্দগ্রাম ১৩২ কেভি লাইন, ময়মনসিংহ-নেত্রকোনা ১৩২ কেভি লাইন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ ১৩২ কেভি লাইনসহ আরও কয়েকটি বিদ্যুতের লাইন শর্ট-সার্কিট হয়ে ট্রিপ হয়েছে। এর ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, জনগণ দুর্ভোগে পড়ে। তাছাড়াও ভেজা অবস্থায় মোটা সুতা বিদ্যুতের তারের সংস্পর্শে থেকে জনবসতি এলাকায় পড়লে বিদ্যুতায়িত হয়ে জীবন ও সম্পদের অনাকাঙ্ক্ষিত ক্ষতির আশঙ্কা থাকে। এমন অবস্থায় বিদ্যুতের লাইন, উপ-কেন্দ্র ও টাওয়ারের কাছাকাছি ঘুড়ি ওড়ানো পরিহার করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
তিন দিন পর ভোলার সব রুটে বাস চলাচল শুরু
তিন দিন পর ভোলার সব রুটে বাস চলাচল শুরু
বুধবার ভারতজুড়ে যুদ্ধকালীন ‘মক ড্রিল’
বুধবার ভারতজুড়ে যুদ্ধকালীন ‘মক ড্রিল’
অভিন্ন নিয়োগ বিধিমালা না করার অনুরোধ কর্মচারী অ্যাসোসিয়েশনের
অভিন্ন নিয়োগ বিধিমালা না করার অনুরোধ কর্মচারী অ্যাসোসিয়েশনের
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?