X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ভুয়া পেজ খুলে এইচএসসি পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২০, ০৯:৩০আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১২:৩৭

এইচএসসি পরীক্ষা, ফাইল ছবি ফেসবুকে ‘মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড’ নামের ভুয়া পেজে মিথ্যা তথ্য দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সহযোগিতাও চাওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, এখনও এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ হয়নি। আর কবে হবে তাও জানি না। করোনা পরিস্থিতি অনুকূলে আসলে তখন দুই সপ্তাহের সময় দিয়ে পরীক্ষার সময় সূচি ঘোষণা করা হবে। ভুয়া কোনও পেজের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্বাস না করার আহ্বান জানায় শিক্ষা মন্ত্রণালয়।  

ভুয়া ওই পেজে লেখা আছে, ‘এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত- স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ১৫ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে ১ অক্টোবর–শিক্ষা মন্ত্রণালয়।’

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এইচএসসি পরীক্ষা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। করোনা পরিস্থিতি অনুকূলে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তখন দুই সপ্তাহের সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয় এবং তা গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

তিনি জানান, মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। এছাড়া অন্য কোনও পেজের তথ্য বিশ্বাস করে কেউ যেন বিভ্রান্ত হবেন না। প্রয়োজনে ভেরিফাইড পেজ দেখে নিন।  করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নিয়ে কোনও তথ্য যাচাই না করে বিশ্বাস করার সুযোগ নেই।

শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্য়ন্ত এইচএসসি পরীক্ষা হবে না। শিক্ষার্থীদের সুরক্ষা দিতে আমরা বদ্ধপরিকর। 

সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেন, ‘কবে নাগাদ অনুকূল পরিবেশ তৈরি হবে আমরা জানি না। এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষার পরিস্থিতি হয়নি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর মার্চে আগে সাধারণত ক্লাস শুরু হয় না। আমরা ফেব্রুয়ারির মধ্যে ভর্তি সম্পন্ন করতে পারি, তাহলে যারা এবার এইচএসসি পরীক্ষা দেবে তাদের একদিনও সময় নষ্ট হবে না। আমরা পরীক্ষা হওয়ার দুই মাসের মধ্যে রেজাল্ট দেই। তাহলে রেজাল্ট জানুয়ারির মাসের শেষের মধ্যেও যদি দেই। ফেব্রুয়ারিতে ভর্তির ব্যবস্থা করা সম্ভব। যদি জানুয়ারির শেষে রেজাল্ট দিতে হয়, তাহলে নভেম্বরে যদি পরীক্ষা শেষ হয় তাহলেও চলতে পারে। তারপর সবকিছু যদি স্বাভাবিক থাকে তাহলে নভেম্বরে শেষ করতে হবে।’

এই পরিস্থিতিতে কোন গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে আহ্বান জানায় শিক্ষা মন্ত্রণালয়।

 

 

 

 

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল