X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে আগ্রহ বাহরাইনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:২৯

বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে আগ্রহ বাহরাইনের বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় চেইন সুপার মার্কেট লুলু হাইপার মার্কেট ও বাংলাদেশের শীর্ষস্থানীয় রফতানিকারকদের মধ্যে মঙ্গলবার আড়াই ঘণ্টাব্যাপী একটি ওয়েব সেমিনার অনুষ্ঠিত হয়েছে।      সেমিনারে বাহরাইনের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পণ্য আমদানির আগ্রহ  প্রকাশ করেছেন।

অনুষ্ঠানের মূল পর্বে বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষে অংশগ্রহণ করেন প্রাণ অ্যাগ্রো, স্কয়ার ফুড অ্যান্ড অ্যাগ্রো, বাংলা ফুড অ্যান্ড বেভারেজ, এ.এম.জি.এস, হা-মীম গ্রুপ, স্কয়ার টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, ইএস গ্রুপ, অ্যাপেক্স ফুটওয়্যার, হাতিল ফার্নিচার, ওয়ালটন ইলেকট্রনিক্স, আলম ফাইবার ও আরএফএল গ্রুপের প্রতিনিধিরা। তারা প্রত্যেকেই নিজেদের কোম্পানির পাওয়ার পয়েন্ট ও ভিডিও প্রেজেন্টেশন করেন, যাতে লুলু হাইপার মার্কেট কর্তৃপক্ষ অভিভূত হন এবং আমদানির পক্ষে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মেইড ইন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আলোচনায় তাদের সম্ভাবনা, সক্ষমতা, ব্যবসায়িক সাফল্য, পণ্যের পরিচিতি ও  গুণগত মান তুলে ধরে।

মতবিনিময় সভায় দূতাবাসের কাউন্সেলর মো. রবিউল ইসলামের পরিচালনায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন লুলু হাইপার মার্কেট বাহরাইনের পরিচালক যুযের রুপাওয়ালা।

এ সময় লুলু গ্রুপের পরিচালক রুপাওয়ালা রাষ্ট্রদূতের এই ব্যতিক্রমী আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি উল্লেখ করেন, এরকম উদ্যোগ অনেকদিন ধরেই বিশেষভাবে অপেক্ষমাণ ছিল, যার অবসান হয়েছে রাষ্ট্রদূতের গৃহীত উদ্যোগে।

তিনি বাংলাদেশ থেকে সম্ভাবনাময়, মানসম্পন্ন পণ্য আমদানিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

পরিচালক যুযের রুপাওয়ালা আশাবাদ ব্যক্ত করেন, দ্রুতই বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করা সম্ভব হবে।

লুলু গ্রুপের পক্ষে প্রধান ক্রয় কর্মকর্তা মাহেশ ও আমদানি ম্যানেজার রাজ্জাক বাংলাদেশি অংশগ্রহণকারীদের চমৎকার উপস্থাপনার জন্য ধন্যবাদ জানিয়ে দূতাবাসের মধ্যস্থতায় মানসম্পন্ন পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেন এবং সব ধরনের সহযোগিতা করার জন্য দূতাবাসকে অনুরোধ জানান।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম বাহরাইনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে তার পরিকল্পনার কথা ব্যক্ত করেন। দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট