X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া প্রয়োজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৫:০১আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৫:১৬

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ অন্যান্য শিক্ষককের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনিয়মের অভিযোগ যখন ওঠে, তখন নিয়ম অনুযায়ী তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তাদের সম্মান, প্রতিষ্ঠানের সম্মান, পেশার সম্মান রেখে যেন আচরণ করেন।’  

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রাবি ভিসির বিষয়ে তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা যে উদ্যোগ নিয়েছি এটি তার ব্যতিক্রম নয়। আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ এসেছে। ইউজিসি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। তারা তদন্ত করেছে। এখনও আমার কাছে প্রতিবেদন এসে পৌঁছেনি। আমরা রাজশাহীর বিষয়টিসহ আরও দুই-তিনটি বিষয় নিয়ে বসবো। কাদা ছোড়াছুড়ি হওয়া উচিত ছিল না।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি’র বিরুদ্ধে গণশুনানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘গণশুনানি ইউজিসি’র তদন্ত প্রক্রিয়ায় আছে কিনা, নির্ধারিত আইনে এখতিয়ার আছে কিনা, সেটা তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আমরা দেখবো। যদি প্রক্রিয়া না মেনে তদন্তটি হয় তাহলে তদন্ত প্রশ্নবিদ্ধ হয়। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখবো গণশুনানির মতো করে তদন্ত করা সমীচীন কিনা। আমরা কিন্তু গণশুনানি করার কোনও নির্দেশনা দেইনি।’

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘উপাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটি ইউজিসিতে পাঠিয়েছিলাম। তারা তদন্ত করেছেন। একটি প্রতিবেদন তৈরি করেছেন। সেটি এখনও আমার কাছে এসে পৌঁছায়নি। রাবি উপাচার্যের বিষয়ে পর্যালোচনা করবো। আমরা এ বিষয়টা নিয়ে বসে সিদ্ধান্ত জানাবো।’

অনলাইন সংবাদ সম্মেলনে সংযুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

আরও পড়ুন- 

রাবি ভিসি দুর্নীতি: ইউজিসি সুপারিশের দ্রুত বাস্তবায়ন চান শিক্ষকরা, সংবাদ সম্মেলন করবেন ভিসি

স্বাস্থ্যবিধি নিশ্চিত করা গেলে বিশ্ববিদ্যালয় খোলা যাবে: শিক্ষামন্ত্রী

‘ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের নিজের স্বার্থ দেখলে চলবে না’

আগামী বছর এসএসসি-এইচএসসি’র সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে

সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে মধ্য নভেম্বরে

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আবার বাড়লো

 

 

 

রাবি ভিসি দুর্নীতি: ইউজিসি সুপারিশের দ্রুত বাস্তবায়ন চান শিক্ষকরা, সংবাদ সম্মেলন করবেন ভিসি

 

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ