X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের নিজের স্বার্থ দেখলে চলবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৩:৪৭আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৪:০১

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা (ফাইল ছবি) করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে কিনা, সে বিষয়ে শিক্ষাথীদের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ভর্তি পরীক্ষার বিষয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সবার স্বাস্থ্যঝুঁকির কথা ভাবতে হবে। সব বিশ্ববিদ্যালয় একসঙ্গে পরীক্ষা নেওয়া শুরু করলে পরিস্থিতি কী হবে, সবার বিষয়টি বিবেচনায় নিতে হবে। সমন্বিত পরীক্ষার বিষয়টাও ভাবতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজের স্বার্থের কথা ভাবলে চলবে না। শিক্ষার্থীদের কথা ভাবতে হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যালোচনা করে দেখবো, যা প্রয়োজন তাই করবো। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের ঝুঁকি থাকলে সে পদক্ষেপ নেবো না। যেখানে ঝুঁকি থাকবে না, সেখানে সেভাবে ভাববো। এক সপ্তাহ পর কী হবে সেটি আমরা বলতে পারি না। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। সামনের দিনে করোনা বাড়বে কিনা সেটি এখন বলা যাবে না। আমরা পর্যালোচনা করছি। শিক্ষার্থীদের জন্য যেটি সবচেয়ে ভালো সেটিই করবো।’ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের স্বাস্থ্যবিধির বিষয়ে নজর দেওয়া কঠিন নয়। তবে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানে সব শিক্ষার্থীকে বসানো যাবে কিনা সেটি দেখতে হবে। তাই সীমিত পরিসরের কথা বলছি। দশম শ্রেণি, দ্বাদশ শ্রেণিকে যদি আলাদা রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে বসাতে পারি, সেটিও দেখছি। তবে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে যদি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারি তাহলেই সিদ্ধান্ত নিতে পারবো।’

সংবাদ সম্মেলনে অনলাইনে সংযুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিক্ষামন্ত্রী আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান (কওমি ছাড়া) বন্ধ রাখার কথা জানান।

আরও পড়ুন-

আগামী বছর এসএসসি-এইচএসসি’র সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে

সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে মধ্য নভেম্বরে

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আবার বাড়লো

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
পোশাক রফতানি থেকে এলো ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার
পোশাক রফতানি থেকে এলো ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি