X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে যেতে ইচ্ছুক সবাইকে ফেরত পাঠানো হবে

উদিসা ইসলাম
২৭ নভেম্বর ২০২০, ০৮:০০আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০৮:০০

দৈনিক বাংলা, ২৭ নভেম্বর ১৯৭২ (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ২৭ নভেম্বরের ঘটনা।)

পাকিস্তানে যেতে ইচ্ছুক সবাইকে ফেরত পাঠানো হবে বলে পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র ঘোষণা দিয়েছেন। ১৯৭২ সালের ২৭ নভেম্বর ঢাকায় তিনি বলেন, পাকিস্তানি বেসামরিক লোকদের পরিবারবর্গের সে দেশে প্রত্যাবর্তনের সঙ্গে যুদ্ধবন্দিদের প্রস্তুতি নেওয়ার বিষয়টি আরও জটিল করে তুলেছে। পাকিস্তান থেকে পাওয়া সর্বশেষ রিপোর্টের ওপর মন্তব্য প্রসঙ্গে মুখপাত্র বলেন, অন্তরীণ পাকিস্তানি বেসামরিক লোকদের পরিবারবর্গ যারা ভারত ও বাংলাদেশ বাহিনীর যৌথ কমান্ডের আশ্রয় প্রার্থনা করেছে এবং যুদ্ধবন্দিদের পরিবারবর্গ যারা যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছে, বাংলাদেশ ও ভারত মানবিক কারণে মিলিতভাবে তাদের সবাইকেই স্বদেশে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছে।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরও বলেন যে, বাংলাদেশ সরকার তার বাস্তবমুখী মনোভাব প্রমাণের জন্য, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত যারা পাকিস্তান চলে যাওয়ার অভিপ্রায় প্রকাশ করবে, তাদের সবাকেই ফেরত পাঠাতে প্রস্তুত আছে। বর্তমানে পাকিস্তানে অবস্থানরত বাঙালিদের স্বদেশে প্রত্যাবর্তনের অনুমতি দেওয়ার মনোভাব প্রদর্শন করবে পাকিস্তান বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। বাসস এ খবর দেয়।

দৈনিক ইত্তেফাক, ২৭ নভেম্বর ১৯৭২ ভারতীয় যুদ্ধবন্দিরা মুক্ত

পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানে আটক সব ভারতীয় যুদ্ধবন্দিকে বিনাশর্তে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন। ১৯৭২ সালের এই দিনে তিনি নাটকীয়ভাবে এই ঘোষণা দেন। তিনি এমন একটি সময়ে এ ধরনের ঘোষণা দিলেন, যখন কিনা পাকিস্তানে আটক বাংলাদেশিদের ফিরিয়ে দেওয়া ও বাংলাদেশ-ভারত  যৌথ কমান্ডের কাছে আটক পাকিস্তানি বন্দিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে আলাপ হচ্ছিল। ভারতীয় যুদ্ধাপরাধীদের মুক্তি দেওয়া হবে—এমন ঘোষণার নাটকীয়তার পর ভারত পশ্চিম রণাঙ্গনে আটক ৫৪০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পুনরুল্লেখ করে। সিমলা বৈঠকে ভারত প্রথম এ বিষয়ে প্রস্তাব দিয়েছিল।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রস্তাব সম্পর্কে আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ভুট্টো একটি হেলিকপ্টারে করে সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল টিক্কা খান, পাঞ্জাবের গভর্নর গোলাম মোস্তফা এবং সেক্রেটারি আজিজ আহমেদকে সঙ্গে নিয়ে লায়ালপুর বন্দিশিবিরে যান। এই কারাগারেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক রাখা হয়েছিল।

বাংলাদেশ অবজারভার, ২৭ নভেম্বর ১৯৭২ নাটকীয় চরিত্রের অধিকারী ভুট্টো ৬১৭ জন ভারতীয় যুদ্ধবন্দিকে বলেন, ‘আপনারা সবাই মুক্ত। আপনারা স্বদেশে ফিরে যেতে পারেন। আপনারা দেশে গিয়ে বলবেন, ভারতের সঙ্গে পাকিস্তানের কোনও শত্রুতা নেই।’ তিনি বলেন, ‘কিন্তু ভারত পাকিস্তানকে শত্রু বলে মনে করে। আপনাদের দেশে ফিরে যাওয়ার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ পরে পাকিস্তান বেতারের খবরে বলা হয়, পাকিস্তান সরকার সুইস দূতাবাস ও আন্তর্জাতিক রেডক্রসের  মাধ্যমে ভারতকে জানিয়েছে, যুদ্ধবন্দিরা শুক্রবার সীমান্ত অতিক্রম করবে।

দৈনিক ইত্তেফাক, ২৭ নভেম্বর ১৯৭২ বিশ্বব্যাংক স্বল্পমেয়াদি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের দায়িত্ব নেবে

বিশ্বব্যাংক বাংলাদেশের কতিপয় স্বল্পমেয়াদি বন্যা নিয়ন্ত্রণ ও পানি উন্নয়ন স্কিমের কাজ শুরু করবে। ১৯৭২ সালের এই দিনে বন্যা নিয়ন্ত্রণ ও পানিসম্পদ দফতরের মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ ও বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কারগিলের মধ্যে এসব স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনার পর এই ঘোষণা করা হয়। এরপর বিকালে (২৭ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পিটার কারগিলের মধ্যে ৪৫ মিনিট আলোচনা হয়। আলোচনার পর বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান যে, বন্যা নিয়ন্ত্রণ ও খাদ্য সমস্যা ও ভবিষ্যৎ সাহায্য কর্মসূচি সম্পর্কে তাদের আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণ সমস্যার বিষয়ে স্বল্পমেয়াদের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বলে মনে করা হচ্ছে।

দৈনিক বাংলা, ২৭ নভেম্বর ১৯৭২ জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ব্রিটেনের আশ্বাস

জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভের চেষ্টায় বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেয় ব্রিটেন এবং উপমহাদেশের সব অমীমাংসিত সমস্যা দ্রুত নিষ্পত্তি ঘটবে বলে আশা প্রকাশ করে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ সাত দিনব্যাপী ব্রিটেনে সফর শেষে সেখানে প্রকাশিত এক যুক্ত বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার আলেক হিউম বলেন, ‘ব্রিটেনের সাধারণ বাজারে যোগদানের ফলে বাংলাদেশের সুনির্দিষ্ট সমস্যাবলি বিশেষভাবে বিবেচনা করা হবে। এদিকে প্যারিস থেকে প্রাপ্ত খবরে প্রকাশ, লন্ডনে ব্রিটিশ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষ করে  সামাদ আজাদ দুই দিনের সরকারি সফরে প্যারিসে পৌঁছান। সেখানে তার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী মরিস স্যুমনের সঙ্গে বৈঠক করার কথা।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?
রাশিয়ায় ইউক্রেনীয় হামলায় নিহত ৫
রাশিয়ায় ইউক্রেনীয় হামলায় নিহত ৫
বিদেশি বউকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক
বিদেশি বউকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?