X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

একই দিনে চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২১, ২০:৪৯আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:২৯

চীনের কাছে দক্ষিণ এশিয়া সব সময় গুরুত্বপূর্ণ। বলা হয়, নিজেদের ‘ব্যাক ইয়ার্ড’ হিসেবে বাংলাদেশসহ এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখে বেইজিং। এবার একই দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করবেন বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে।

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেংগে একদিনের সফরে মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা আসছেন। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে অভ্যর্থনা জানাবেন। পরে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন তিনি। সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করার পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকা ত্যাগ করবেন উই ফেংগে।

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একই সময়ে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। কোভিড পরিস্থিতি মোকাবিলা নিয়ে হবে এ বৈঠক। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফরের বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, প্রতিরক্ষামন্ত্রীর সফর নিয়মিত যোগাযোগের অংশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতাবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ এবং এর সঙ্গে ৩২ নম্বরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর যাওয়াটা সিম্বলিক বলে তিনি জানান।

সচিব বলেন, ‘এখন কিছুটা সীমাবদ্ধতা চলছে কোভিডের জন্য। অন্যথায় হয়তো একটি বড় আকারে লেকচারের ব্যবস্থা করা যেতো।’

কোভিড পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘চীনের উদ্যোগকে আমরা কোভিড পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে দেখতে চাই। এর বাইরে অন্য কোনও কিছু আমরা বিবেচনা করতে চাই না।’

এরমধ্যে একাধিকবার বৈঠক হয়েছে, কিন্তু আলোচনা কিছুটা ধীরগতিতে এগিয়েছে। এবারে বৈঠকটি তারা মন্ত্রী পর্যায়ে করছে। তাদের কিছু নির্দিষ্ট প্রস্তাব আছে। তাদের প্রস্তাবগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে বলে তিনি জানান।

মাসুদ বিন মোমেন বলেন, চীন ইমারজেন্সি সরবরাহ করার জন্য স্টোরেজের কথা চিন্তা করছে। সেখানে কী কী জিনিস থাকবে এবং কীভাবে সরবরাহ পাওয়া যাবে সেটি নিয়ে আলোচনা হতে পারে।

পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশের মূল আগ্রহের জায়গা হচ্ছে টিকা সংক্রান্ত সহযোগিতা। যেমন, ইমারজেন্সি সরবরাহ। আমরা সব সময় অপশন খোলা রাখতে চাই। যেখানে আমাদের সুযোগ আছে এবং অর্থনৈতিক সুবিধা আছে, সেগুলো আমরা পরীক্ষা করতে চাই। আমরা খোলা মন নিয়ে যাবো।’

 

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
চীনে সড়ক ধসে নিহত ১৯
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!