X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

চরম আঘাত হানতে হবে

উদিসা ইসলাম
৩০ এপ্রিল ২০২১, ০৮:০০আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০৮:০০

যারা দেশের প্রাণশক্তিকে নিঃশেষ করে জনগণের জীবনে অসহনীয় দুঃখ-দুর্দশার সৃষ্টি করছে সেইসব সমাজবিরোধী, মজুতদার, মুনাফাখোর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ছাত্র সমাজকে পরামর্শ দেন। ১৯৭৩ সালের এদিন সন্ধ্যায় গণভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও বিভিন্ন ছাত্রাবাসের নির্বাচনে বিজয়ী ছাত্রলীগ নেতাদের সঙ্গে আলোচনাকালে বঙ্গবন্ধু এ কথা বলেন।

এ সময় ছাত্রদের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এম এ রশিদ।

চরম আঘাত হানতে হবে

জনগণের দুঃখ-কষ্ট সহ্য করতে পারি না

মুনাফাখোর, মজুতদার ও অসৎ ব্যবসায়ীদের ষড়যন্ত্র ও লোভের জন্য জনগণ যে দুঃখ-দুর্দশার সম্মুখীন হচ্ছে, বঙ্গবন্ধু ছাত্র প্রতিনিধিদের কাছে সে কথা উল্লেখ করেন। তিনি বলেন, যারা জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে তাদের বিরুদ্ধে চরম আঘাত হানতে হবে। এই সমাজবিরোধীদের নির্মূল করার উদ্দেশ্যে ছাত্রদের দেশের সর্বত্র ছড়িয়ে পড়ার আহ্বান জানান তিনি।

দুষ্কৃতিকারী সমাজবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে বঙ্গবন্ধু আবেগরুদ্ধ কণ্ঠে বলেন, ‘জনগণের দুঃখ-কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারি না। পারি না বলেই আমরা জনগণ যাতে সুখেশান্তিতে থাকতে পারে সেজন্য অতীতে বারবার আমি আন্দোলন করেছি।’

বঙ্গবন্ধু দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, জনগণের দুঃখ-দুর্দশা নিয়ে কাউকেই ব্যবসা করতে দেওয়া হবে না। ছাত্রদের তাদের নিজ নিজ এলাকায় সুসংগঠিত হতে এবং সমাজবিরোধীদের বিরুদ্ধে অভিযান চালানোর উদ্দেশ্যে নিজ নিজ এলাকাকে বিভিন্ন সেক্টরে ভাগ করতে বলেন বঙ্গবন্ধু।

খাদ্যশস্যের জন্য বিদেশের ওপর নির্ভর করে কেউই মর্যাদার সঙ্গে বাঁচতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু।

চরম আঘাত হানতে হবে

জনসংখ্যা বৃদ্ধি ঠেকাতে হবে

দেশের জনসংখ্যা বৃদ্ধির ভয়াবহ পরিণতি এবং জন্মশাসনের প্রয়োজন সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার জন্য তিনি ছাত্রদের পরামর্শ দেন। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে আগামী ২০ বছরে দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়াবে এবং তা হবে দেশের অর্থনীতির জন্য মারাত্মক বিপর্যয়ের কারণ।

বঙ্গবন্ধু বলেন, দেশ আজ এক দারুণ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। আমাদের বহু কষ্টার্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য বিদেশি এজেন্টরা আমাদের দেশে তৎপর রয়েছে। তিনি বলেন, আমাদের স্বাধীনতাবিরোধী এজেন্টরা দেশের ক্ষতি করার জন্য বহু অর্থ ব্যয় করছে। যারা দেশের স্বার্থের বিরুদ্ধে তৎপর রয়েছে তাদের প্রতিহত করার জন্য তিনি ছাত্রদের পরামর্শ দেন।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সম্পর্কে বঙ্গবন্ধু বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্য থেকে বোঝা যায়, মুনাফাখোর ও মজুতদার তাদের ঘৃণ্য তৎপরতা চালাচ্ছে।

ওষুধে ভেজাল দেওয়ার দুঃসাহস আসে কোত্থেকে!

সমাজবিরোধীরা জিনিসপত্র মজুদ করছে এবং সেই জিনিসপত্রের দাম চড়িয়ে গোটা সমাজকে অসহনীয় দুঃখ-কষ্টের মধ্যে নিক্ষেপ করছে। বঙ্গবন্ধু গভীর দুঃখ প্রকাশ করে বলেন, দেশের একশ্রেণির ব্যবসায়ী জনগণকে ঠকিয়ে রাতারাতি ধনী হতে চাইছে। এর ওপর গাড়ি-বাড়িওয়ালা তথাকথিত ভদ্রলোকরা টাকা বানানোর জন্য হন্যে হয়ে পড়েছে। এ অবস্থা চলতে দেওয়া যেতে পারে না।

সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার এসব লোকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জনমত সংগ্রহের জন্য তিনি ছাত্রদের পরামর্শ দেন। খাদ্যে ভেজাল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বঙ্গবন্ধু বলেন, এখানেও সহজে টাকা কামানোর মনোবৃত্তি দেখা যায়। যে রক্ত দিয়ে দেশস্বাধীন হয়েছে সেখানে জীবন রক্ষাকারী ওষুধে ভেজাল দেওয়ার দুঃসাহস আসে কোত্থেকে?

দুষ্কৃতিকারী ও সমাজবিরোধীদের বিরুদ্ধে সরকারের গৃহীত ব্যবস্থা উল্লেখ করে বঙ্গবন্ধু বলেন সমাজবিরোধীদের খুঁজে বের করার জন্য তিনি রক্ষীবাহিনীকে নিয়োগ করেছেন।

/এফএ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি