X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘গাদাগাদি চলাচলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২১, ১৪:১২আপডেট : ১৫ মে ২০২১, ১৪:১২

ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরত যাত্রায় জনস্রোতের আশঙ্কা করে ওবায়দুল কাদের আবারও সতর্ক করে বলেছেন, গাদাগাদি করে চলার কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

ওবায়দুল কাদের শনিবার (১৫ মে) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব আশঙ্কার কথা বলেন।

সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদ পূর্ববর্তী অবস্থার মতো ঈদের পরে কর্মস্থলে ফিরে আসার যাত্রায় বাঁধভাঙা জনস্রোতের আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সর্বাত্মক চেষ্টায় আপাতদৃষ্টিতে করোনা কিছুটা নিয়ন্ত্রিত মনে হলেও গাদাগাদি অবস্থায় চলাচলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এসময় মন্ত্রী জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে পরবর্তী চলাচলের জন্য সর্বোচ্চ সতর্কতা পালনের আহ্বান জানান।

নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের জবাব দেন।

‘বিএনপি নেতাকর্মীদের নাকি গত একযুগ ধরে ঈদ করতে দেওয়া হয়নি এবং তাদের হত্যা করা হচ্ছে ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে’ - বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, আপনারা কি ভুলে গেছেন ২০০১ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর যে নির্মম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিলেন? পুরনো কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। বিএনপির আমলে মা, বাবা মারা গেলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেনি। দাফন-কাফনের শেষ সুযোগটুকুও দেওয়া হয়নি। ঈদের নামাজ পড়া অবস্থায়ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছিলো। কতটা নিষ্ঠুর এবং অমানবিক হলে তারা এমনটা করতে পেরেছেন।

কাদের এ প্রসঙ্গে আরও বলেন, ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী এলাকায় বাড়ি-ঘরে যেতে পারেনি। সেই ইতিহাস বেশিদিন আগের নয়।

বিএনপির আমলের নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোনও নজির স্থাপন করা হয়নি বলে ওবায়দুল কাদের এসময় দাবি করেন।

 

/ইএইচএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস