X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ১৯:১৫আপডেট : ০৬ জুন ২০২১, ১৯:২৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।

রবিবার (৬ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এই সভায় যুক্ত হন।

তিনি বলেন, ‘সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন সত্য প্রকাশ করতেও ভুলে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে বাজেট বাস্তবায়নের দক্ষতা।’

বিএনপিকে তাদের শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে কাদের বলেন, ‘প্রতি বছর বাজেট প্রণয়নের আগে বিএনপির অর্থমন্ত্রীকে প্যারিস কনসোর্টিয়াম তথা দাতাগোষ্ঠীর বৈঠকে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে হতো। দাতাদের দয়ার ওপর নির্ভর করেই তখন বাজেট হতো।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বর্তমানে শেখ হাসিনার সুদক্ষ ও ভবিষ্যৎমুখী নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বিদেশ নির্ভরতা নয়, নিজস্ব সম্পদের ওপরে ভিত্তি করেই এখন বাজেট প্রণীত হচ্ছে। সরকারের অন্ধ সমালোচনা করতে গিয়ে বিএনপি দেশ ও জাতির অর্জনকেও অস্বীকার করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের লড়াকু জনমানুষের আর্থ-সামাজিক সফলতাকেও অস্বীকার করছে বিএনপি। দেশের ইতিহাসে বিএনপির শাসনকালেই দুর্নীতি আর অনিয়মের বীজ রোপিত হয়। বিএনপিই অনিয়ম, দুর্নীতি এবং দুঃশাসনের ধারক-বাহক ও পৃষ্ঠপোষকতাদানকারী। বিএনপি ক্ষমতার জন্য যত অন্ধকার পথ রয়েছে—সবই চর্চা করেছে এবং করছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ বিএনপিকে চিনতে দেরি করলেও এখন তাদের আসল চেহারা জনগণের কাছে স্পষ্ট। সাম্প্রদায়িকতা, ভারত বিরোধিতা, ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার, মিথ্যাচারে বিএনপি এখন হালে পানি পাচ্ছে না। তাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশ-বিদেশে চলছে নানান ষড়যন্ত্র।’

তিনি বলেন, ‘‘বিএনপি ক্ষমতার জন্য স্বাধীন রাষ্ট্রকেও দুর্বল করতে চায়। তারা সরকারের বিরুদ্ধাচরণ করতে গিয়ে দেশ ও জাতির বিরুদ্ধাচরণ করছে। সরকারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অচল ও অন্তঃসারশূন্য এবং ঢালাও অভিযোগ আনছে বিএনপি। তাদের ‘হাওয়া ভবন’ নামের ‘খাওয়া ভবন’ আওয়ামী লীগ সৃষ্টি করেনি।’’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির রাজনৈতিক মানসজুড়ে অনিয়ম আর সম্পদ লুণ্ঠনের প্রতিচ্ছবি। তাই তো বিএনপি হেলুসিনেশনে ভুগছে। হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি মরিয়া, তাই তারা দেশকে আবারও অন্ধকারের গহিনে নিয়ে যেতে চায়, কিন্তু জনগণ বিএনপিকে সেই সুযোগ আর দেবে বলে মনে হয় না।’

হকার্স লীগের আহ্বায়ক এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

 

/পিএইচসি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?